তামিমের সুস্থতা কামনা করলেন বাবর আজম

ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে সোমবার (২৪ মার্চ) অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তখন তাকে নেয়ার পর জানা যায় দুইবার হার্ট অ্যাটাক করেছেন তিনি। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয় তামিমকে।
তামিম ইকবালের হার্ট অ্যাটাকের খবর শুনে দেশ-বিদেশের অনেক ক্রিকেটার তার শুভ কামনা করেছেন। তাদের মধ্যে ছিলেন লাসিথ মালিঙ্গা, মনোজ তিওয়ারি, যুবরাজ সিংসহ আরও অনেকে। এবার তামিমের সুস্থ হওয়ার জন্য দোয়া চাইলেন পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম।
মঙ্গলবার (২৫ মার্চ) রাতে বাবর তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'দ্রুত সেরে ওঠো।' এই লেখার সঙ্গে মোনাজাতের ইমোজিও যুক্ত করেছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার।
এছাড়াও ফেসবুকে জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা লিখেছিলেন, 'তামিম ভাইয়ের অসুস্থতার খবর শুনতে পাচ্ছি। তোমার জন্য দোয়া রইল ভাই। আল্লাহ যেন তোমাকে সুস্বাস্থ্য দান করেন এবং তোমার প্রিয়জনদের মাঝে হাসিমুখে ফিরিয়ে দেন। এই বার্তা যিনিই দেখবেন অনুরোধ করছি তামিম ভাইয়ের জন্য দোয়া করবেন। জাজাকাল্লাহ।'
তামিমের সতীর্থরাও তার সুস্থতা কামনা করেছেন। তামিমের সুস্থতা কামনা করে তার এক সময়ের বন্ধু সাকিব লিখেছেন, 'তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।' "তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।'
Comments