রোমাঞ্চকর ম্যাচে খুলনাকে কাঁদিয়ে ফাইনালে চিটাগং
বিপিএলে অবিশ্বাস্য এক ম্যাচে খুলনা টাইগার্সকে ২ উইকেটে হারিয়ে ১১ বছর পর ফাইনালে জায়গা করে নিল চিটাগং কিংস। আলিস আল ইসলাম শেষ বলে চার মেরে নিশ্চিত করেন চিটাগংয়ের জয়। আগামী ৭ ফেব্রুয়ারি মিরপুরে তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের।
বুধবার (৫ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি চিটাগংয়ের। দ্রুত দুই উইকেট হারালেও খাওয়াজা নাফে ও হুসাইন তালাত দলকে এগিয়ে নেন। নাফে ৩৬ বলে হাফ সেঞ্চুরি করলেও তালাত ৪০ রানে আউট হন। এরপর দ্রুত উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় চিটাগং।
শেষ ওভারে চিটাগংয়ের প্রয়োজন ছিল ১৫ রান। ক্রিজে ছিলেন দুই টেলএন্ডার ব্যাটার আরাফাত সানি ও আলিস আল ইসলাম। মুশফিক হাসানের করা ওভারে দারুণ ব্যাটিং করেন তারা। শেষ বলটি খেলার জন্য চোট পাওয়া আলিসকে আবার নামানো হয়, এবং অফ স্টাম্পের বাইরের বল এক্সট্রা কভারের উপর দিয়ে চার মেরে চিটাগংয়ের জয় নিশ্চিত করেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে খুলনা টাইগার্স ১৬৩ রান সংগ্রহ করে। তাদের হয়ে ভালো ব্যাটিং করেন মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেন। তবে চিটাগংয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় খুলনা।
বোলিংয়ে খুলনার হয়ে মুশফিক হাসান ও হাসান মাহমুদ ৩টি করে উইকেট নেন, নাসুম আহমেদ পান ২ উইকেট। তবে শেষ পর্যন্ত তাদের বোলিং যথেষ্ট হয়নি, কারণ শেষ ওভারে দুর্দান্তভাবে জয়ের সমীকরণ মিলিয়ে নেয় চিটাগং।
এই জয়ের মাধ্যমে বিপিএলে ১১ বছর পর ফাইনালে জায়গা করে নিল চিটাগং কিংস। ফাইনালে তারা বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে, যেখানে উত্তেজনার পারদ থাকবে চরমে।
Comments