রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপের প্রথম হ্যাটট্রিক
![](https://dhakajournal.com/sites/default/files/styles/big_1/public/images/2025/01/26/mbappe.jpg?itok=mYSl5-8P×tamp=1737869368)
ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর থেকে নিজের ফর্মের উত্থান-পতন দেখেছেন। সাম্প্রতিক সময়েও তাকে ফর্মে দেখার প্রতীক্ষায় ছিলেন লস ব্লাঙ্কোস সমর্থকরা। অবশেষে তিনি ফিরলেন কাঙ্খিত ফর্মে। ক্লাবের হয়ে লাস পালমাসের বিপক্ষে ঠিক আগের ম্যাচেই তিনি জোড়া গোল করেছিলেন। এবার করলেন হ্যাটট্রিক@!
রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে যা ফরাসি ফরোয়ার্ডের প্রথম হ্যাটট্রিকও বটে! শনিবার (২৫ জানুয়ারি) রাতে হোসে জোরিয়া স্টেডিয়ামে এমবাপের এই হ্যাটট্রিকেই লা লিগায় রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।
এই জয়ে লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে আগেই ছিল কার্লো আনচেলত্তির দল, টেবিলের দুই নম্বরে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে গেল ৪ পয়েন্টে। ২১টি করে ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৪৯, আতলেতিকোর ৪৫।
Comments