সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলের অবস্থা যেমন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব শেষ হয়েছে সোমবার (১৩ জানুয়ারি)। ঢাকায় প্রথম পর্বের পর শেষ হয়েছে সিলেট পর্বও। সব মিলিয়ে এখন পর্যন্ত ২০ টি ম্যাচ শেষ হয়েছে। যেখানে একদল উড়ছে তো অন্য দল হারের গণ্ডিতে আটকে আছে।
সিলেট পর্বেই প্রথম জয় পেয়েছে ঢাকা, বিপরিতে উড়তে থাকা রংপুর একের পর এক জয় তুলে নিচ্ছে। চিটাগংও টানা তিন জয় তুলে নিয়েছে, আবার খুলনা টানা তিন ম্যাচে হেরেছে। জয়-পরাজয়ে ছিল রাজশাহী ও সিলেট।
এবার বিপিএল যাচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে। চলুন তার আগে দেখে নেওয়া যাক পয়েন্ট তালিকা:
বিপিএল পয়েন্ট তালিকা (সিলেট পর্ব শেষে)
দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | নেট রান |
---|---|---|---|---|---|
রংপুর রাইডার্স | ৭ | ৭ | ০ | ১৪ | +১.৫৪২ |
চিটাগং কিংস | ৪ | ৩ | ১ | ৬ | +১.৩২৩ |
ফরচুন বরিশাল | ৫ | ৩ | ২ | ৬ | +০.৮৩৮ |
খুলনা টাইগার্স | ৫ | ২ | ৩ | ৪ | +০.১৩০ |
সিলেট স্ট্রাইকার্স | ৬ | ২ | ৪ | ৪ | –১.২৫৪ |
দুর্বার রাজশাহী | ৬ | ২ | ৪ | ৪ | –২.১১৭ |
ঢাকা ক্যাপিটালস | ৭ | ১ | ৬ | ২ | –০.০৯৭ |