‘বিগ থ্রি’ আইসিসির কাছে দুই স্তরের টেস্ট চায়
টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করতে চায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এবং আইসিসির নতুন প্রেসিডেন্ট জয় শাহ। ক্রিকেটের তিন মোড়ল দেশ যেন নিজেদের মাঝে আরও বেশি টেস্ট ম্যাচ খেলতে পারে- এ উদ্দেশ্যেই লাল বলের ক্রিকেটে এই বিভাজন রেখে টানতে চায় বিগ থ্রি।
এ মাসেই জয় শাহের সঙ্গে বৈঠকে বসবেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাইক বেয়ার্ড এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন। আসন্ন এ বৈঠকেই লাল বলের ক্রিকেটে দুই স্তঅরে ভাগ করার ব্যাপারে আলোচনা হতে পারে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড।
সদ্যই শেষ হয়েছে বোর্ডার-গাভাস্কার ট্রফির খেলা। অস্ট্রেলিয়া-ভারতের পাঁচ টেস্টের এ সিরিজে পাঁচটি ভেন্যুতে হওয়া ম্যাচগুলোয় মোট ৮ লাখ ৩৭ হাজার ৮৭৯ দর্শক গ্যালারিতে বসে খেলা দেখেছেন। বিপুল দর্শকের মাঠে গিয়ে টেস্ট খেলা দেখার কারণেই দুই স্তরের টেস্ট ক্রিকেটে আগ্রহ বেড়েছে বিগ থ্রির।
এদিকে দুই স্তরের টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা সফল হলে বছর দুয়েকের মধ্যেই নতুন ভাবে টেস্ট খেলা হতে পারে। আইসিসির বর্তমান এফটিপি বা ভবিষ্যৎ সফর পরিকল্পনা শেষ হবে ২০২৭ সালে। একই বছরে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি হবে। মাইলফলকের বছরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মেলবোর্নে একটি ম্যাচও খেলবে।
টেস্ট ক্রিকেটে দুই স্তর চালু হলে বড় দলগুলো নিজেদের মাঝে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে। তখন বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, জিম্বাবুয়ের মতো দলগুলো দ্বিতীয় স্তরে থাকবে। ফলে বড় দলগুলোর সঙ্গে ছোট দলগুলোর খেলা কম হবে।
এদিকে সম্প্রতি দুই স্তরের টেস্ট ক্রিকেটের পক্ষে মত দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং কোচ রবি শাস্ত্রী। সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, 'টেস্ট ক্রিকেটকে বাঁচাতে হলে, প্রতিদ্বন্দ্বিতামূল করতে হলে এটাই করতে হবে। বড় দলগুলো একে অপরের বিপক্ষে নিয়মিত খেলবে, তাতে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে।'