টিকিট না পেয়ে স্টেডিয়ামে ভাঙচুর চালাল বিক্ষুব্ধ দর্শক-সমর্থকরা
বিপিএলের টিকিট নিয়ে গতকাল বিকেলেই দর্শকদের বিক্ষোভ দেখা গিয়েছিল। অনেক সমালোচনার মুখে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে টিকিট বিক্রির ঘোষণা দেয় বিসিবি। কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি। সন্ধ্যায় টিকিট নিয়ে বেশ কয়েক জায়গায় হট্টগোলের খবর পাওয়া যায়। বিপিএলের উদ্বোধনী ম্যাচের আগে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএলের এবারের আসর। কিন্তু উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ভাঙচুর চালিয়েছে।
জানা গেছে, বেলা ১১টা নাগাদ স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ দর্শকরা। এক পর্যায়ে কিছু দর্শক ব্যানার,ফেস্টুন ভাঙা শুরু করেন। ফলে পরিস্থিতি দ্রুতই খারাপ হতে থাকে। এর পরপরই তারা হোম অব ক্রিকেট খ্যাত শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকে ভাঙচুর চালান। কয়েকটি লোহার গেট ভেঙে ফেলেন তারা।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ফলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে দর্শকের বিক্ষুব্ধ ভাব কাটেনি মোটেও।
বিসিবির পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, বিপিএলের উদ্বোধনী দিনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট বিক্রি করার কথা। তবে মিরপুরে স্টেডিয়াম সংলগ্ন কোনো বুথ থেকে টিকিট বিক্রি হচ্ছে না। টিকিট কিনতে হচ্ছে মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখা থেকে। তাছাড়া অনলাইনেও পাওয়া যাচ্ছে টিকিট।
যেসব শাখায় টিকিট পাওয়া যাবে:
১. মিরপুর ১১)
২. মতিঝিল শাখা
৩. উত্তরা শাখা, জসিম উদ্দিন রোড
৪. গুলশান শাখা, গুলশান ১ এবং ২ এর মাঝামাঝি
৫. ধানমন্ডি শাখা, পুরাতন রোড ২৭
৬. কামরাঙ্গীর চর
৭. ভিআইপি রোড শাখা, পল্টন
অনলাইনে টিকিট পাওয়া যাবে এই লিংকে- https://www.gobcbticket.com.bd/