শাহীন আফ্রিদি বাংলাদেশের পেসারদের প্রশংসায় ভাসালেন
প্রথমবারের মতো বিপিএল খেলতে বাংলাদেশের এসেছেন পাকিস্তানের তারকা পেসার শাহীন আফ্রিদি। শনিবার (২৮ ডিসেম্বর) ফরচুন বরিশালের সঙ্গে প্রথমবার অনুশীলন করেছেন তিনি। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন এই পাক পেসার। এ সময় বাংলাদেশের পেসারদের প্রশংসায় ভাসিয়েছেন শাহীন।
তাসকিন আহমেদ এবং তরুণ নাহিদ রানাকে এই পাক পেসার বলেন, 'বাংলাদেশে এখন দারুণ বোলিং ইউনিট। তাসকিন লিডিং বোলার। তরুণ রানা অনেক ভালো করছে, উচ্চতা অনেক, গতিও বেশি। ভবিষ্যতে আরও অনেকেই উঠে আসবে, লাল বলের (টেস্ট) ক্রিকেটও খেলবে তারা। লাল বলের ক্রিকেট যত খেলবেন তত উন্নতি করবেন।'
বিপিএলে বিদেশি ক্রিকেটার থাকলেও বাংলাদেশিরাই বড় তারকা বলে মনে করেন শাহীন। তিনি বলেন, 'সত্যি বলতে আমি সবচেয়ে বড় তারকা নই। অনেক বাংলাদেশি খেলোয়াড় আছে তারাই এখানে বড় তারকা। তামিম আছে, গোটা জাতীয় দলই আছে বরিশালে। আমি দলের সাধারণ একজন খেলোয়াড়। পারফর্ম করে দলকে জেতানোই আমার লক্ষ্য।'
বিপিএল থেকে অনেক কিছু শিখবেন জানিয়ে শাহীন বলেন, 'আমরা একে অপরের বিপক্ষে প্রচুর খেলেছি। সবাই সবাইকে চিনি। স্থানীয়রা ভালো খেলে, তারা উইকেট সম্পর্কেও ভালো জানে, এবার আমি অনেক কিছু শিখব যা ভবিষ্যতে বাংলাদেশে খেলতে এলে কাজে লাগবে।'