হ্যাক হয়েছে বাফুফের ফেসবুক পেজ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল পেজ বাদেও বাংলাদেশ জাতীয় ফুটবল দল নামে একটি ফেসবুক পেজ রয়েছে। ৭৮ হাজার ফলোয়ারের ফেরিফাইড ওই পেজটি সম্প্রতি হ্যাক হয়েছে।
জাতীয় পুরুষ ও নারী দল সংক্রান্ত বিষয়াদি জানাতে গত ফেব্রুয়ারিতে খোলা হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল নামক পেজটি। সবশেষ গত ২৯ নভেম্বর পেজটি থেকে বাফুফে পোস্ট করে। সম্প্রতি এটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। পেজ পুনরুদ্ধারের জন্য বোর্ড চেষ্টা চালাচ্ছে।
পেজ হ্যাক হওয়ায় দুঃখ প্রকাশ করেছে ফেডারেশন। এক বিবৃতিতে জানানো হয়েছে, 'বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অফিসিয়াল পেজটি হ্যাক হয়েছে। এটি ফিরে পেতে কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত!'
বাংলাদেশ জাতীয় ফুটবল দল নামক পেজে ৭৮ হাজার অনুসারী থাকলেও ফেডারেশনের পেজে সংখ্যাটি ৭ লাখ ৭৮ হাজার। ২০০৯ সালে খোলা হয় ওই পেজ।
Comments