আইপিএলে যেসব বড় তারকারা এবার দল পাননি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আঠারোতম আসরকে সামনে রেখে দুইদিনব্যাপী মেগা নিলাম শেষ হয় সোমবার (২৫ নভেম্বর)। সৌদি আরবের জেদ্দায় বসা এই নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন ১২জন বাংলাদেশি ক্রিকেটার। তাদের মাঝে মাত্র দুইজনের নাম ডাকা হয় নিলামে। কিন্তু মুস্তাফিজুর রহমান আর রিশাদ হোসেনকে কেনার আগ্রহ দেখায়নি টুর্নামেন্টটির কোনো ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ আসন্ন আইপিএলে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে দেখা যাবে না।
আইপিএলের এবারের মেগা নিলামে সবগুলো ফ্র্যাঞ্চাইজি মিলে খরচ করেছে মোট ৬৩৯.১৫ কোটি রুপি।
যেখানে তারা কিনেছে ১৮২ জন খেলোয়াড়কে, এরমধ্যে ৬২ জন বিদেশি এবং ১২০ জন ভারতীয় ক্রিকেটার। নিলামের তালিকায় নাম ওঠা ৩৯৫ জন খেলোয়াড় অবিক্রিত।
সোমবার নিলামে বাংলাদেশের ১২ জনের মধ্যে কেবল মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের নাম তোলা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের কেনেনি। নিলামে দল না বড় তারকাদের মধ্য অন্যতম ডেভিড ওয়ার্নার।
অস্ট্রেলিয়ার এই তারকা আইপিএলে ৬ হাজার ৫৬৫ রান করেছেন। অধিনায়ক হিসেবে শিরোপাও পেয়েছেন। তার দল না পাওয়া বেশ বড় এক খবর। দল পাননি ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো, বেন ডাকেট। এছাড়া পৃথ্বী শ, শাই হোপ, কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, কেশব মহারাজ, সিকান্দার রাজা, ড্যারিল মিচেলের মতো অনেক তারকাই দল পাননি নিলামে।
টুর্নামেন্টের আয়োজক ভারতীয়দের মধ্যে দল পাননি পৃথ্বী শ, শার্দুল ঠাকুর, সারফারাজ খানের মতো ক্রিকেটাররা। সারফারাজ না পেলেও তার ছোট ভাই মুশির খানকে নিয়েছে পাঞ্জাব কিংস। স্পিনার কেশব মহারাজ, আকিল হোসেন, আদিল রশিদ ও মুজিবুর রহমানরা কোনো দল পাননি। নিলামে তাদের নাম উঠেছিল। কিন্তু কোনো দল তাদের কিনতে আগ্রহী দেখায়নি। অবিক্রিতই রয়ে গেছেন তারা।
দল না পাওয়ার তালিকায় আছেন- স্টিভ স্মিথ, গাস অ্যাটকিনসন, টম কারান, ম্যাট হেনরি, আলজারি জোসেফ, রাসি ভ্যান ডার ডুসেন, শন অ্যাবট, আ্যাডাম মিলনে, জেসন হোল্ডার, ক্রিস জর্ডন ও টাইমাল মিলস।