বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরে ঢাকা পঞ্চম
শীতের কুয়াশাভেজা সকালেও থেমে নেই রাজধানীর বায়ুদূষণ। শুষ্ক আবহাওয়ায় ঢাকার বাতাসে দূষণের মাত্রা ক্রমেই যেন বাড়ছে। এই অবস্থায় বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের শীর্ষ ৫ নম্বরে উঠে এসেছে রাজধানী। সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।
আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। সোমবার সকাল ৯টায় আইকিউএয়ার সূচকে বায়ুদূষণে সবার শীর্ষে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো। শহরটির বাতাসের মানের স্কোর ২৮৯, এই মান নাগরিকদের জন্য 'খুবই অস্বাস্থ্যকর' হিসেবে ধরা হয়।
এদিকে বায়ুদূষণে বিশ্বের ১২৪ শহরের মধ্যে তালিকায় শীর্ষ ২ নম্বরে আছে পাকিস্তানের লাহোর। ২৭৮ স্কোর নিয়ে শহরটির বাতাস আজ নাগরিকদের জন্য 'খুবই অস্বাস্থ্যকর'। এছাড়া ২৬০ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ৩ নম্বরে আছে ভিয়েতনামের হ্যানয়। শহরটির বাতাসও নাগরিকদের জন্য 'খুবই অস্বাস্থ্যকর'।