ট্রাম্প ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপে গাজায় যুদ্ধবিরতি

গাজা যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা করেছেন। মঙ্গলবার (২৫ মার্চ) তারা ফোনে আলোচনা করেন বলে জানিয়েছে আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম।
গত সপ্তাহে গাজায় ইসরাইল আবারও সামরিক আক্রমণ শুরু করার পর আলোচনা করলেন তারা।
১৮ মার্চ গাজায় ইসরাইলি সেনাবাহিনী পুনরায় যুদ্ধ শুরু করে, যার ফলে দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে যায়। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, তখন থেকে ইসরাইলের হামলায় প্রায় ৭০০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
ডব্লিউএএম জানিয়েছে, ট্রাম্পের সাথে তার ফোনালাপে, আমিরাতের প্রেসিডেন্ট গাজার বাসিন্দাদের জন্য সহায়তা বাড়ানোর পাশাপাশি দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন।
ফেব্রুয়ারির শুরুর দিকে, ট্রাম্প গাজার জন্য তার পরিকল্পনা উপস্থাপন করেন। যার মধ্যে ছিল ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা এবং গাজাকে নতুন করে গড়ে তোলা। কিন্তু ট্রাম্পের এই প্রস্তাবের পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।
সংযুক্ত আরব আমিরাতসহ আরব রাষ্ট্রগুলো গাজার জন্য মিশরীয় বিকল্প প্রস্তাবকে গ্রহণ করে। যেখানে বলা হয়েছে, গাজাকে পুনর্গঠন করতে ৫৩ বিলিয়ন ডলার ব্যয় হবে এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার প্রয়োজন হবে না।
ডিব্লিউএএম-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়নি যে দুই নেতা সেই পরিকল্পনাগুলো নিয়ে আলোচনা করেছেন কিনা।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ ২৬ ফেব্রুয়ারি বলেছিলেন যে, ইসরাইল এবং ফিলিস্তিনিদের জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানের একটি স্পষ্ট পথ ছাড়া গাজা পুনর্গঠন পরিকল্পনা সম্ভব নয়।
এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে গাজায় ইসরাইলের স্থল ও বিমান অভিযান পুনরায় শুরু হওয়ার পর এখন পর্যন্ত মোট ৫০,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছেন।
সূত্র: রয়টার্স
Comments