যুদ্ধবিরতি বাস্তবায়নে আলোচনার জন্য প্রস্তুত হামাস

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য প্রস্তুত দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাস। একই সাথে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। খবর আরব নিউজ
সিভিল ডিফেন্স এজেন্সি ও হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জানুয়ারির শুরুর দিকে যুদ্ধবিরতির শুরু হওয়ার পর আবারও প্রাণঘাতী বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৪০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুধু বুধবার (১৯ মার্চ) শিশুসহ ১৩ জন হন।
ইসরায়েলের এমন হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। হামাসের এক কর্মকর্তা তাহের আল-নুনু জানায়, যুদ্ধবিরতি পুনরায় শুরু করার জন্য আলোচনা করতে প্রস্তুত হামাস। তিনি আরও বলেন, হামাস আলোচনা বন্ধ করেনি, তবে আমরা জোর দিয়ে বলছি নতুন চুক্তির প্রয়োজন নেই।
তাহের আল-নুনু বলেন, আমাদের কোন শর্ত নেই। তবে আমরা দাবি করি যে, ইসরায়েলকে তাড়াতাড়ি তার আক্রমণ ও ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করতে বাধ্য করা হোক এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করা হোক।
ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস বলেছে, হামাসের বার বার আমাদের বন্দীদের মুক্তি দিতে অস্বীকৃতি করছে তাই গাজায় নতুন হামলা চালানোর নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু বলেছিলেন, এখন থেকে আলোচনা শুধুমাত্র আগ্রাসনের মধ্যে হবে... সামরিক চাপই অতিরিক্ত বন্দীদের মুক্তির জন্য একমাত্র পথ। হামাস আমাদের বাহিনীর শক্তি গত ২৪ ঘণ্টায় অনুভব করেছে এবং আমি আপনাদের এবং তাদের প্রতিশ্রুতি দিতে চাই এটা শুধু শুরু।
হোয়াইট হাউস এক বার্তায় জানায়, হামলা শুরুর আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে পরামর্শ করেছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, হাসপাতালগুলোতে ৪১৩ জনের মৃতদেহ পৌঁছেছে। আরও মানুষ এখনও মাটির নিচে চাপা পড়ে আছেন।
ইউনিসেফের এক মুখপাত্র বলেন, যুদ্ধে এতোটাই ধ্বংস হয়েছে হাসপাতালগুলোর অবস্থা অনেক খারাপ। আহত শিশুদের ঠিক মতো চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ছে।
Comments