চীন-রাশিয়া-ইরান-উত্তর কোরিয়া আমাদের স্বাধীনতা হরণ করছে: ন্যাটো প্রধান
চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়া ন্যাটোকে দুর্বল করার চেষ্টা করছে এবং পশ্চিমাদের স্বাধীনতা হরণ করছে বলে অভিযোগ তুললেন ন্যাটো মহাসচিব মার্ক রুট।
বুধবার (১৫ জানুয়ারি) ব্রাসেলসে ন্যাটো সামরিক বাহিনীর চিফস অব ডিফেন্সের এক বৈঠকে রুট দাবি করেন, ন্যাটোর ভবিষ্যৎ নিরাপত্তা ঝুঁকির মুখে। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও ইরান আমাদের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে এবং আমাদের স্বাধীনতা হরণ করছে।
ন্যাটো মহাসচিব মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যদের 'যুদ্ধকালীন মানসিকতা' গ্রহণের এবং প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর আহ্বানও জানান। বলেন, যুদ্ধ ঠেকাতে হলে আমাদের প্রস্তুতি নিতে হবে। এখন যুদ্ধকালীন মানসিকতায় পরিবর্তন করার সময়। ন্যাটো রাষ্ট্রগুলোকে আরও বেশি এবং আরও ভালো প্রতিরক্ষা ক্ষমতা তহবিল করতে হবে।
রুট বলেন, ন্যাটো সদস্যরা প্রতিরক্ষা বিনিয়োগ বৃদ্ধি ও সামরিক মহড়া জোরদার করলেও আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে যে বিপদ আসছে, তা মোকাবেলায় এসব যথেষ্ট নয়।
গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ন্যাটোর প্রায় সব দেশই বর্তমানে রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত।