ইয়েমেনে গ্যাস স্টেশনে বিস্ফোরণে নিহত ১৫, আহত ৬৭
ইয়েমেনের মধ্যস্থলে একটি গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বিদ্রোহী গোষ্ঠী হুতি পরিচালিত স্বাস্থ্যমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার বেদা প্রদেশের জাহের জেলায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৬৭ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ৪০ জনের অবস্থা গুরুতর।
বিবৃতিতে আরও বলা হয়েছে, উদ্ধারকারী দল উদ্ধার অভিযান চালাচ্ছে, কেউ নিখোঁজ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরিত এলাকায় ভয়াবহ আগুন জ্বলছে এবং কয়েকটি যানবহান পুড়ে ছাই হয়ে গেছে।
বেদা প্রদেশটি ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দখলে রয়েছে। তারা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধে লিপ্ত রয়েছে।
ইয়েমেনের ২০১৪ গৃহযুদ্ধ শুরু হয়। ওই সময়ে বিদ্রোহীরা রাজধানী সানা দখলের পাশাপাশি দেশটির উত্তরাঞ্চলীয় অনেক এলাকা দখল করে নেয় এবং সরকারকে দক্ষিণে পালাতে বাধ্য করে। এক পর্যায়ে তাকে সৌদি আরবে পালিয়ে যেতে হয়। পরবর্তীতে আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে ইয়েমেনে প্রতিষ্ঠা করতে ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বধীন জোট ইয়েমেনে যুদ্ধ শুরু করে। ওই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রেরও সমর্থন ছিল।
এ যুদ্ধে প্রায় ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয় এবং দেশটিতে ব্যাপক মানবিক সংকট দেখা দেয়।