চীনে মার্কেটে ভয়াবহ আগুনে ৮জন নিহত
চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের ঝাঙজিয়াকো শহরে একটি বাজারে আগুন লেগে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন। স্থানীয় সময় শনিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। যদিও দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সরকার সূত্রে জানা গেছে, উদ্ধার ও অনুসন্ধান অভিযান সম্পন্ন হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের কারও জীবন সংটাপন্ন নয়।
রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, আগুন লাগার কারণ তদন্ত করছে কর্তৃপক্ষ।
চীনের ওয়েইবো মাইক্রোব্লগিং সাইটে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বাজারের ওপর বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং আগুনের শিখা ছড়িয়ে পড়ছে।
লিগুয়াং বাজারটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। সেখানে ফলমূল, সিফুড, ইলেকট্রনিকসহ বিভিন্ন পণ্য বিক্রি হয়। সাধারণত সুপারমার্কেটের চেয়ে কম দামে পণ্য বিক্রি হওয়ায় এ ধরনের বাজারগুলো বেশ জনপ্রিয়।
এর আগে, গত বছর হেবেই প্রদেশের সানহে শহরে একটি রেস্টুরেন্টে বিস্ফোরণে অন্তত দুজন নিহত হন। আহত হন আরও ২৬ জন। বিস্ফোরণে দুটি বড় ভবন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে ধারণা করা হয়।
এছাড়া, ২০১৮ সালে একই প্রদেশের ঝাঙজিয়াকো শহরেই একটি কেমিক্যাল প্লান্টের কাছে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়। এতে আরও ২২ জন আহত হন। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় ৩৮টি ট্রাক ও ১২টি গাড়ি। প্রথমে বিস্ফোরণ ঘটে স্থানীয় একটি কারখানায়। পরে আগুন ছড়িয়ে পড়ে কারখানা সংলগ্ন গাড়ি পার্কিংয়ের জায়গাতেও।