পশ্চিমবঙ্গে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারালেন তৃণমূলের নেতা
ভারতের পশ্চিমবঙ্গে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারালেন তৃণমূলের মালদহ জেলা সহ-সভাপতি এবং ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর দুলালচন্দ্র সরকার ওরফে বাবলা।
বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার এলাকার ঝলঝলিয়ার কাছে নিজের প্লাইইড কারখানার কাছে দাঁড়িয়েছিলেন দুলাল। বাইকে চেপে আসা তিনজন দুষ্কৃতকারী তাকে লক্ষ্য করে গুলি চালায়।
এ সময় একটি গুলি লাগে মাথার কাছে। সঙ্কটজনক অবস্থায় তাকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়।পরে সেখানেই মৃত্যু হয় তার।
তৃণমূল নেতা দুলালের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি পুলিশেরগিাফিলতিরও অভিযোগ করেছেন।
সমাজমাধ্যমে তিনি লেখেন, আমার ঘনিষ্ঠ সহযোগী এবং জনপ্রিয় নেতা বাবলা সরকার আজ খুন হয়েছেন।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, তৃণমূলের প্রথম দিন থেকে উনি (বাবলা) এবং তার স্ত্রী চৈতালি সরকার দলের জন্য কঠোর পরিশ্রম করেছেন। বাবলা কাউন্সিলর হিসাবেও নির্বাচিত হয়েছেন। তার মৃত্যুর কথা জেনে আমি দুঃখিত এবং হতবাক। অপরাধীদের দ্রুততার সঙ্গে ধরা উচিত।
পরে নবান্নে প্রশাসনিক বৈঠকের শুরুতেই দুলালকে খুনের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী।পুলিশের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, অবশ্যই পুলিশের গাফিলতিতে খুন হয়েছে দুলাল। ওর উপর আগেও হামলা করা হয়েছিল। আগে নিরাপত্তা পেত। পরে সেটা তুলে নেওয়া হয়।
রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সাবিনা ইয়াসমিনকে মালদহে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
সিসি ক্যামেরার একটি ফুটেজে দেখা যাচ্ছে, প্লাইউডের কারখানার বাইরে থাকা কয়েক জন দুষ্কৃতকারী তাড়া করছে দুলালকে। দুলাল দৌড়ে কারখানায় ঢুকতেই পর পর গুলি চালিয়ে পালিয়ে যাচ্ছে তারা।