পুঁজিবাজার সংস্কারের উদ্যোগের প্রতিফলন নেই বাজারে

সরকারের উচ্চপর্যায়ে সংস্কারমূলক সিদ্ধান্ত, বাজেটে নীতি সহায়তা দেয়ার আশ্বাস এবং ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মতো গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতির প্রভাবে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। গতকাল রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠকে শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য পাঁচটি নির্দেশনা দেওয়া হয়। বাজেটে সম্ভাব্য নীতিগত সহায়তা মিলিয়ে বাংলাদেশের শেয়ারবাজার এখন একটি নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এটি বিনিয়োগকারীদের আস্থা তৈরিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তবে আজকের বাজারে এর প্রতিফলন দেখা যায়নি। আজ সূচকে ছিল মিশ্র প্রবণতা। লেনদেন হয়েছে ৩৬৬ কোটি টাকা।
আজ ডিএসইর প্রধান সূচক ১৯.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯২১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১.৬২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮১৫ পয়েন্টে। আগের দিন ডিএসইর প্রধান সূচক বেড়েছিল ৯৯.৮৫ পয়েন্ট।
ডিএসইতে আজ ৩৬৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৬৬ কোটি ৬ লাখ টাকার। এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৯টির, কমেছে ১৬০টির এবং পরিবর্তন হয়নি ৪৬টির।
দর বেড়েছে ৪৭ শতাংশ কোম্পানির, কমেছে ৪১ শতাংশের দর। ৭৮ কোটি টাকা লেনদেন হয়ে ব্যাংক খাত লেনদেনের শীর্ষে উঠে আসে। এরপরে মিউচুয়াল ফান্ড খাতে সাড়ে ৪৮ কোটি টাকা লেনদেন হয়। দুই খাতের অধিকাংশ কোম্পানির দর বেড়েছে। দরবৃদ্ধিতে সবচেয়ে বেশি এগিয়ে ছিল বীমা খাত।
প্রায় ১৯ কোটি টাকা লেনদেন হয়ে এনআরবি ব্যাংক লেনদেনের শীর্ষে উঠে আসলেও দরপতন হয় ৩০ পয়সা। বিচ হ্যাচারির ১৬ কোটি টাকা লেনদেন হয়। দরপতন হয় ১ টাকা ৬০ পয়সা। বারাকা পতেঙ্গা পাওয়ারের সাড়ে ১৫ কোটি টাকা লেনদেন হয়। দরপতন হয় ২০ পয়সা। এছাড়া এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মিডল্যান্ড ব্যাংক, কেডিএস অ্যাক্সেসরিজ, সিটি ব্যাংক লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করেছে।
১০ শতাংশ বেড়ে নর্দার্ন ইন্স্যুরেন্স দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এরপরে প্রায় ১০ শতাংশ করে বেড়ে খান ব্রাদার্স পিপি, এসবিএসি ব্যাংক আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইউসিবি ক্রিস্টাল ইন্স্যুরেন্স দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে। দরপতনে ছিল বে লিজিং, বারাকা পাওয়ার, প্রিমিয়ার লিজিং, মেট্রো স্পিনিং, ইউনিয়ন ক্যাপিটাল।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২১ কোটি ৬১ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯১টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭২৩ পয়েন্টে। আগেরদিন সিএএসপিআই বেড়েছিল ১১৩.৬৮ পয়েন্ট।
Comments