বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনায় ইতিবাচক অগ্রগতির কারণে বিনিয়োগকারীদের কাছে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের চাহিদা হ্রাস পাওয়ায় বিশ্ববাজারে কমছে মূল্যবান এই ধাতুর দাম।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১২ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ২৭৭ দশমিক ৩৪ ডলারে। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৯ শতাংশ কমে ৩ হাজার ২৮১ দশমিক ৭০ ডলারে বেচাকেনা হচ্ছে।
রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র কমোডিটি বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেন, 'ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বাণিজ্য আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দেয়ার পর ডলার সূচকের উন্নতি হয়েছে। সুইজারল্যান্ডে সপ্তাহান্তে চীনের সঙ্গে আলোচনার ইতিবাচক ফলাফলের প্রেক্ষিতে এর প্রভাব স্পষ্টভাবে স্বর্ণের দামের ওপর পড়েছে।'
তিনি আরও বলেন, 'ডলারের শক্তিশালী অবস্থান এবং নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের চাহিদা হ্রাস পাওয়ায় স্বর্ণের দাম প্রতি আউন্সে আরও কমে ৩ হাজার ২০০ ডলার পৌঁছাতে পারে।'
এর আগে রোববার (১১ মে) যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উচ্চপর্যায়ের বাণিজ্য আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়েছে, যেখানে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা মার্কিন বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে একটি 'চুক্তির' পথে এগোচ্ছেন। চীনের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, আলোচনার মাধ্যমে তারা 'গুরুত্বপূর্ণ ঐকমত্যে' পৌঁছেছেন।
চীনের উপ-প্রধানমন্ত্রী হি লাইফেং জানিয়েছেন, সোমবার জেনেভায় একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে।
মূলত গত মাসে উভয় দেশ একে অপরের উপর পাল্টা শুল্ক আরোপ করেছিল, যা একটি বাণিজ্য যুদ্ধের সূচনা করে এবং বৈশ্বিক মন্দার আশঙ্কা বাড়িয়ে তোলে।
Comments