ভারত পাকিস্তান যুদ্ধ আতঙ্কে পুঁজিবাজারে বড় পতন

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার দেশের পুঁজিবাজারে বড় ধস নেমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এক লাফে ১৪৯ পয়েন্টের বেশি কমে গিয়ে নেমেছে ৪ হাজার ৮০২ পয়েন্টে। যা গত সাড়ে ৪ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের ১২ অক্টোবর ডিএসইর প্রধান সূচক ৪ হাজার ৮০৯ পয়েন্টে নেমেছিল।
বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থার সংকট, ভূরাজনৈতিক উত্তেজনা এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন—সব মিলিয়ে দেশের শেয়ারবাজার বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। আজকের বড় পতন তারই প্রতিচ্ছবি। বাজারকে স্থিতিশীল করতে হলে এখনই জরুরি ভিত্তিতে বিনিয়োগবান্ধব ও স্বচ্ছ পদক্ষেপ নেওয়া দরকার।
ব্যাপক দরপতনে আতঙ্ক বিরাজ করছে বিনিয়োগকারীদের মধ্যে। আতঙ্কে শেয়ার বিক্রি করে দেন তারা। এতে লেনদেন ৫১৬ কোটি টাকা হলেও সূচক ও শেয়ারদরে পতন হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বাজার পর্যবেক্ষণে দেখা যায়, প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ইনডেক্স ১৪৯ পয়েন্ট হারিয়ে চার হাজার ৮০২ পয়েন্টে অবস্থান করতে দেখা যায়। সূচক পতনের হার ৩ দশমিক শূন্য ১৫ শতাংশ।
ডিএসইএস সূচক প্রায় ৪২ পয়েন্ট হারিয়ে এক হাজার ৪৭ পয়েন্টে অবস্থান করছে। সূচক পতনের হার ৩ দশমিক ৮৪ শতাংশ। এছাড়া ডিএস৩০ ইনডেক্স ৪০ পয়েন্ট হারিয়ে এক হাজার ৭৯৩ পয়েন্টে অবস্থান করছে। সূচক পতনের হার ২ দশমিক ১৯ শতাংশ।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানির মধ্যে ৩৮৫টি বা ৯৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। মাত্র ৯টি কোম্পানির দর বেড়েছে। আর ৫ কোম্পানির দর অপরিবর্তিত ছিল।
দর বৃদ্ধি পাওয়া ৯ কোম্পানিগুলো হচ্ছে, বারাকা পতেঙ্গা পাওয়ার। শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা। এছাড়া মিডল্যান্ড ব্যাংক, এনআরবি ব্যাংক, বারাকা পাওয়ার ও ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক দরবৃদ্ধির তালিকায় অবস্থান করে।
Comments