ফের পতনের কবলে বাজার

দুইদিন পরেই ফের পতনের কবলে পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন সপ্তাহ পতনের পরে সপ্তাহের প্রথমদিন রোববার সূচক ও লেনদেনে উত্থান হলেও পরেরদিন সূচকের গতি কমে যায়। আজ ফের পতনের ধারায় চলে গেছে। সব কয়টি সূচক নেমে যায়। সেই সাথে লেনদেনও কমেছে আগের দিনের তুলনায়। তবে লেনদেন ৫০০ কোটির ঘরেই ছিল। দরপতনে ছিল বেশিরভাগ কোম্পানি। দরপতন হয় ৬৩ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ২৯ শতাংশের।
ব্যাংক খাতের বড় উত্থান হলেও বাজার ইতিবাচক হতে পারেনি। কারণ আজ ব্যাংক, আর্থিক ও মিউচুয়াল ফান্ড ছাড়া বাকি সবগুলো খাতেই সূচকের বড় পতন হয়। ১৩৮ কোটি ৫০ লাখ টাকা লেনদেন হওয়ার পাশাপাশি দর বেড়েছে ৭৫ শতাংশ কোম্পানির। খাদ্য ও সংশ্লিষ্ট খাতে সাড়ে ৭৬ কোটি টাকা লেনদেন হলেও এ খাতে ৮০ শতাংশ কোম্পানির দরপতন হয়। মিউচুয়াল ফান্ড খাতে ৫১ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৭২ শতাংশ কোম্পানির।
ব্যাংক খাতের বৃদ্ধি সত্ত্বেও সূচকের পতনে ভূমিকা ছিল ওয়ালটন, গ্রামীণ ফোন, ইউনাইটেড পাওয়ারের দরপতন। লেনদেনের শীর্ষ দশের তালিকায় ৫টি ছিল ব্যাংক কোম্পানি। এরমধ্যে মিডল্যান্ড ব্যাংকের সোয়া ২৬ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৬০ পয়সা। ব্রাক ব্যাংকের ২০ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা। সিটি ব্যাংক সাড়ে ১৯ কোটি, এনআরবি ব্যাংক সাড়ে ১৭ কোটি, উত্তরা ব্যাংকের সাড়ে নয় কোটি টাকা লেনদেন হয়।
দরবদ্ধির শীর্ষে অবস্থান করে বারাকা পাওয়ার, এনআরবি ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, এসবিএসি ব্যাংক ও সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড। দরপতনে ছিল খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং, খুলনা ফাওয়ার, হাক্কানি পাল্প, বিচ হ্যাচারি ও তাকাফুল ইন্স্যুরেন্স।
অপরদিকে চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক প্রায় ২ পয়েন্ট ইতিবাচক এবং সিএএসপিআই সূচক সাড়ে তিন পয়েন্ট নেতিবাচক ছিল। লেনদেন হওয়া ২২২ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১০১টির, অপরিবর্তিত ছিল ৩০টির দর। সিএসইতে ৫ কোম্পানির ভালো অঙ্কের লেনদেন হওয়া মোট লেনদেন বেড়ে হয়েছে প্রায় ১২ কোটি টাকা।
সিএসইতে খান ব্রাদার্স পিপি'র সাড়ে তিন কোটি, লোভেলোর ২ কোটি, এনআরবি ব্যাংকের ১ কোটি ৩২ লাখ, ওয়ালটনের এক কোটি টাকার শেয়ার লেনদেন হয়। ১০ শতাংশ বেড়ে এসবিএসি ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে। এছাড়া বিজিআইসি, এসিএফএল, ইসলামি ব্যাংক, এনআরবি ব্যাংক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় অবস্থান করে। দরপতন হয় এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ইফাদ অটোস, ডেসকো, খান ব্রাদার্স পিপি, খুলনা প্রিন্টিং ও প্যাকেজিংয়ের।
Comments