তিন সপ্তাহ পরে টেনে তোলা হলো বাজার

তিন সপ্তাহ ধরে পুঁজিবাজারে সূচক ও লেনদেনে পতনের পরে অবশেষে আজ টেনে তোলা হয়েছে। শেষ দেড় ঘণ্টায় শেয়ার কেনার চাপ বাড়িয়ে বাজার ইতিবাচক করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে আজও অন্যদিনের মতো ধীর গতিতে লেনদেন চলতে থাকে। হঠাৎ বেলা ১টার পরে শেয়ার কেনার চাপ বেড়ে যায়। যার কারণে সূচকের পাশাপাশি বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। শেষ দেড় ঘণ্টায় প্রায় সব খাতের শেয়ার কেনার চাপে বাজারে গতি ফেরে। তবে বাজারের এই গতি কতদিন স্থায়ী হয় সেটাই দেখার বিষয়।
লেনদেন বেশি হলেও তুলনামূলক ব্যাংক খাতের শেয়ারের কেনার চাহিদা কম ছিল। এ খাতে মাত্র ৩৬ শতাংশ কোম্পানির দর বেড়েছে। কর্পোরেট বন্ড ছাড়া অন্য সবগুলো খাতেই শেয়ার কেনার চাপে বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে। কমেছে মাত্র ১৬ শতাংশের দর।
৬৮ কোটি টাকা লেনদেন হয়ে ব্যাংক খাত শীর্ষে থাকলেও এ খাতে বিক্রির চাপ বেশি ছিল। এরপরে বেড়েছে জ্বালানি খাতের লেনদেন। এ খাতে ৪২ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৭৪ শতাংশ কোম্পানির। খাদ্য ও সংশ্লিষ্ট খাতে সাড়ে ৩৮ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৬৬ শতাংশ কোম্পানির। বাকি বড় ছোট ও মাঝারি সব খাতেই ছিল শেয়ার কেনার প্রবণতা।
১৭ কোটি টাকা লেনদেন হয়ে সিটি ব্যাংক লেনদেনের শীর্ষে উঠে আসে। তবে দর অপরিবর্তিত ছিল। বিচ হ্যাচারির ১৬ কোটি টাকা লেনদেনের পাশাপাশি দর বেড়েছে ৪ টাকা। উত্তরা ব্যাংকের সাড়ে ১১ কোটি টাকা লেনদেন হয়। দর অপরিবর্তিত ছিল। এছাড়া মিডল্যান্ড ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, লোভেলো আইসক্রিম, বিএসসি, ইন্ট্রাকো লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসে।
১০ শতাংশ বেড়ে ব্যাংক এশিয়া দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এরপরে আরডি ফুড, শাহজিবাজার কোম্পানি, বসুন্ধরা পেপার মিল, বারাকা পাওয়ার, মিডল্যান্ড ব্যাংক, কেডিএস অ্যাক্সেসরিজ, আইসিবি সোনালি ব্যাংক বন্ড, তোসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারদর প্রায় ১০ শতাংশ হারে বেড়েছে। দরপতনে ছিল ইস্টার্ন হাউজিং, রেকিট বেনকিজার, শাহজালাল ব্যাংক, পিপলস লিজিং, জাহিন টেক্স।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ শেয়ারের দর বাড়লেও সূচকে মিশ্র প্রবণতা দেখা গেছে। সিএসসিএক্স সূচক কমেছে সাড়ে ১১ পয়েন্ট। সিএএসপিআই সূচক দশমিক ০৭ পয়েন্ট ইতিবাচক ছিল। লেনদেন হওয়া ২০৪ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ৬১টির, অপরিবর্তিত ছিল ২৩টির দর। লেনদেন হয় ৬ কোটি ৩৯ লাখ টাকা। সি্এসসি'র লেনদেনে একক প্রাধান্য ছিল খান ব্রাদার্স পিপির। এ কোম্পানির ৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এছাড়া লোভেলো আইসক্রিম, রবি, এমজেএল বিডি, ইবনেসিনা এ তালিকায় অবস্থান করে।
১০ শতাংশ বেড়ে মেট্রো স্পিনিং দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এছাড়া আইটিসি, তোসরিফা ইন্ডাস্ট্রিজ, আরপি ফুড, জিবিবি পাওয়ার দরবৃদ্ধির তালিকায় উঠে আসে, দরপতনে ছিল ইস্টার্ন হাউজিং, মেঘনা সিমেন্ট, অ্যাপেক্স ট্যানারি, এসিআই, মিরাকল ইন্ডাস্ট্রিজ।
Comments