নিয়ন্ত্রক সংস্থার উদ্যোগেও আস্থা ফিরছে না বাজারে

চলতি সপ্তাহের শেষ কার্যদিবসেও সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। এই নিয়ে টানা তিন সপ্তাহ সূচক পতনের ধারায় রয়েছে। মাঝে একদিন সূচক সামান্য ইতিবাচক ছিল। পুঁজিবাজারে আস্থা ফেরাতে গতকাল বিএসইসি জরুরি বৈঠক করে ৬টি কর্ম পরিকল্পনা গ্রহণ করে। কিন্তু এতেও বাজার পরিস্থিতির কোন উন্নতি হয়নি। আজ শুরুতে ডিএসইএস সূচক সামান্য ইতিবাচক ছিল। বাকী দুই সূচকের পতন হয়। লেনদেন সামান্য বাড়লেও বাজারে বিক্রির চাপই বেশি ছিল। লেনদেনের শুরুতে আধাঘণ্টা সূচক উর্ধ্বমুখী থাকলেও এরপরে পতন শুরু হয় এবং শেষপর্যন্ত তা চলতে থাকে। অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে ওয়ালটনের প্রায় ১৯ কোটি টাকা লেনদেন হয়।
ডিএসইএক্স সূচক ১৭ দশমিক ৬৯ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১ দশমিক ৩৩ পয়েন্ট নেতিবাচক ছিল। লেনদেন হয় ৩২৬ কোটি টাকা। দরপতন হয় ৪৪ শতাংশ কোম্পানির। বেড়েছে ৪০ শতাংশের দর।।
লেনদেনের শীর্ষে থাকা ব্যাংক খাতে ৭৩ কোটি টাকা লেনদেন হয়। ওষুধ ও রসায়ন খাতে ৩৫ কোটি এবং খাদ্য খাতে ২৭ কোটি টাকা লেনদেন হয়। এসব খাতে অধিকাংশ কোম্পানির দরপতন হয়। প্রায় ১৯ কোটি টাকা লেনদেন হয়ে সিটি ব্যাংক লেনদেনের শীর্ষে অবস্থান করে। দর বেড়েছে ৪০ পয়সা। মিডল্যান্ড ব্যাংকের ১৮ কোটি ৭০ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা। গত ১৩ এপ্রিল থেকে শেয়ারটির দর ধীরে ধীরে বাড়ছে। বি ক্যাটাগরির কোম্পানিটির দরবৃদ্ধির কারণ জানা যায়নি। বিচ হ্যাচারির প্রায় ১০ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৩ টাকা। বেশ কিছুদিন পতনের পরে আজ শেয়ারটির দর বেড়েছে। এছাড়া বেক্সিমকো ফার্মা, বিএসসি, স্কয়ার, উত্তরা ব্যাংক লেনদেনে শীর্ষ অবস্থানে উঠে আসে।
প্রাং ১০ শতাংশ বেড়ে মাগুরা মাল্টিপ্লেক্স দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এছাড়া মনোস্পুল, কেডিএস অ্যাক্সেসরিজ, এসইএম্এল কলেজ লেকচার মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে। দরপতনে ছিল ডাচবাংলা ব্যাংক, এনার্জি পাওয়ার, এইচ আর টেক্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১ দশমিক ৮৬ পয়েন্ট ইতিবাচক ছিল। সিএএসপিআই সূচক কমেছে ৯ দশমিক ৮৮ পয়েন্ট। ওয়ালটনের বড় অঙ্কের লেনদেনের কারণে আজ সিএসইতে সাড়ে ৪১ কোটি টাকা লেনদেন হয়। ওয়ালটনের পরে জিপিএইচ ইস্পাতের ৭ কোটি টাকা, এ্যাপেক্স ফুটওয়্যারের প্রায় চার কোটি অগ্নি সিস্টেমের প্রায় তিন কোটি, লোভেলোর ৭৯ কোটি টাকা লেনদেন হয়। দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, এনভয় টেক্স, পিএলএফএসএল, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড ও ফ্যামিলি টেক্স। দরপতনে ছিল ডাচ বাংলা ব্যাংক পদ্মা লাইফ, প্রাইম লাইফ, প্রগতি লাইফ ও এনার্জি পাওয়ার।
Comments