টানা পতনে ডিএসই’র বাজার মূলধন কমলো ৬ হাজার কোটি টাকা

পতন দিয়ে শেষ হলো আজকের পুঁজিবাজারের লেনদেন। এই নিয়ে টানা দুই সপ্তাহধরে পুঁজিবাজারে টানা পতন চলছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) টানা দুই সপ্তাহে সূচক ২৩৩ পয়েন্ট কমে ৫ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে। লেনদেন ৫শ' কোটি টাকার ঘর থেকে তিনশো কোটি টাকার ঘরে নেমেছে। এই সময়ে ডিএসই'র বাজার মূলধন কমেছে ৫ হাজার ৮শ' কোটি টাকা। বাজারের গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে, অভিভাবকশুন্য ভাবে চলছে বাজার।
আজ ডিএসইতে ৭৫ শতাংশ বা ৩০০ কোম্পানির দরপতন হয়। মাত্র ১৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয় ৫০ পয়েন্ট, ডিএসইএস কমেছে সাড়ে ১৬ পয়েন্ট. ডিএস৩০ সূচক কমেছে সাড়ে ২২ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩৬৭ কোটি টাকা্। লেনদেনের শুরুতে প্রথম ২০ মিনিট কেনার চাপ থাকলেও এরপরে টানা পতন চলতে থাকে। লেনদেনের শেষ পর্যন্ত তা অব্যাহত থাকে।
খাদ্য ও আনুষঙ্গিক খাতের বিচ হ্যাচারির প্রায় ৪৬ কোটি টাকা লেনদেন হয়। যা মোট লেনদেনের ১২ শতাংশ। কোম্পানিটির দরপতন হয় ৬ টাকা ১০ পয়সা। কোম্পানিটি দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে চলে আসে। ফাইন ফুডসের ১৩ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৭০ পয়সা। ব্রাক ব্যাংকের সাড়ে ১০ কোটি টাকা লেনদেনের পাশাপাশি দরপতন হয় ৫০ পয়সা।
দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা এনার্জি পাওয়ারের দর বেড়েছে সোয়া ৯ শতাংশ। এছাড়া তাকাফুল ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রিড কোম্পানি, সোনালি পেপার দরবৃদ্ধির তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে অবস্থান করে।। দরপতনে ছিল খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং, বিচ হ্যাচারি, ফারইস্ট ফাইন্যান্স, এসআলম কোল্ড রোল্ড, জেমিনি সী ফুড।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। সিএসসিএক্স সূচক কমে ২৫ পয়েন্ট, সিএএসপিআই সূচক কমে ৫৪ পয়েন্ট। লেনদেন হওয়া ২১৮ কোম্পানির মধ্যে ৫০টির দর বেড়েছে, কমেছে ১৪১টির, অপরিবর্তিত ছিল ২৭টির দর। লেনদেন হয় ৭ কোটি ১৩ লাখ টাকা।
১ কোটি ২৯ লাখ টাকা লেনদেন হয়ে ক্রাউন সিমেন্ট লেনদেনের শীর্ষে অবস্থান করে। এছাড়া লোভেলো, বেক্সিমকো ফার্মা, বিচ হ্যাচারি, রবি লেনদেনের শীর্ষে অবস্থান করে। দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে এনার্জি পাওয়ার, পিপলস লিজিং, এসইএমএল এফবিএস্এল গ্রোথ ফান্ড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন। দরপতনে ছিল মাইডাস ফাইন্যান্স, খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং, ডিবিএস মিউচুয়াল ফান্ড, খান ব্রাদার্স পিপি।
Comments