সূচক শেয়ারদর ও লেনদেনে পতন চলছেই

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা তিন কার্যদিবস ধরে পতন অব্যাহত রয়েছে। সূচক ও শেয়ারদরে পতনের পাশাপাশি লেনদেনেও বড় পতন হয়েছে। লেনদেনের শুরুতে সূচকের সামান্য উত্থান হলেও ১০ মিনিটের মধ্যে বিক্রির চাপ বেড়ে গেলে সূচক নেমে যায়। এরপরে বেশ কয়েকবার সূচকের উত্থান হলেও তা গতকালের অবস্থান ছাড়িয়ে যেতে পারেনি। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট নেমে যায়, ডিএসই শরীয়াহ সূচক কমে সোয়া সাত পয়েন্ট। ডিএস৩০ সূচক কমে ১৫ দশমিক ২৬ পয়েন্ট। দরপতনে ছিল ৫৪ শতাংশ কোম্পানি। দর বেড়েছে মাত্র ২৯ শতাংশ কোম্পানির। অপরিবর্তিত ছিল ১৬ শতাংশের দর।
লেনদেনের শীর্ষে থাকা ওষুধ ও রসায়ন খাতে ৪৯ কোটি টাকা লেনদেন হয়। এ খাতের ৭৬ শতাংশ কোম্পানি দরপতনে ছিল। খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৩৫ কোটি টাকার বেশি লেনদেন হয়। দরপতন হয় ৭১ শতাংশ কোম্পানির। ব্যাংক খাতে ৩৫ কোটি টাকা লেনদেন হয়। দরপতনে ছিল ৫২ শতাংশ কোম্পানি। ওয়ালটন, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, লাফার্জ হোলসিম, ইসলামি ব্যাংক, বিএটিবিসি'র মতো বড় মূলধনি প্রায় সবগুলো কোম্পানি দরপতনে ছিল।
সাড়ে ২৩ কোটি টাকা লেনদেন হয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লেনদেনের শীর্ষে অবস্থান করে। শেয়ারটির দরপতন হয় ৫ টাকা ৩০ পয়সা। এছাড়া ফাইন ফুডস, ইস্টার্ন লুব্রিক্যান্টস, বিচ হ্যাচারি, বেক্সিমকো ফার্মা লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করে।
১০ শতাংশ বেড়ে দেশ জেনারেল ইন্স্যুরেন্স দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এছাড়া খান ব্রাদার্স পিপি, শাহজিবাজার পাওয়ার, শার্প ইন্ডাস্ট্রিজ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসে।
দরপতনে ছিল এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিডি ফাইন্যান্স, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ক্যাবলস।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। লেনদেন হওয়া ২০৪ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১২১টির, অপরিবর্তিত হয় ২১টির দর। লেনদেন হয় ৫ কোটি ৪১ লাখ টাকা।
সিএসইতে লেনদেনের শীর্ষে অবস্থান করে লোভেলো আইসক্রিম। এরপরে রয়েছে বিএসসি, লাফার্জ হোলসিম, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মা এ তালিকায় অবস্থান করে।
১০ শতাংশ বেড়ে সিনোবাংলা দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এছাড়া আনোয়ার গ্যালভানাইজিং, বিডি ল্যাম্পস, ডিজিআইসি, সোনারবাংলা ইন্স্যুরেন্স দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। দরপতনে ছিল ইস্টার্ন ইন্স্যুরেন্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
Comments