ডিএসইতে সূচক ও শেয়ারের দরপতন অব্যাহত

আগেরদিনের ধারাবাহিকতায় গতকালও পুঁজিবাজারে অধিকাংশ শেয়ারের দরপতনে সূচকের বড় পতন হয়। সব কয়টি সূচকের পতনের পাশাপাশি লেনদেন হয় প্রায় সাড়ে চারশো কোটি টাকা। আগেরদিনের তুলনায় লেনদেন না কমলেও আজ বিক্রির চাপ বেশি ছিল। লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় সূচক সামান্য উঠানামার মধ্যে থাকলেও বেলা সাড়ে ১১টারপরে ধীরে ধীরে নেমে যেতে থাকে। শেষ পর্যন্ত এই পতন অব্যাহত ছিল।
লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ৩৭ দশমিক ৬৬ পয়েন্ট। ডিএসই শরীয়াহ সূচক কমে ১০ দশমিক ৫৬ পয়েন্ট, ডিএস৩০ সূচক কমে সাড়ে ১৮ পয়েন্ট। লেনদেন হয় ৪৪৬ কোটি টাকা। দর বেড়েছে মাত্র ২৪ শতাংশ কোম্পানির।
খাতভিত্তিক লেনদেনে এবার সবখাতেই দরপতনের হার বেশি ছিল। তুলনামূলক ইতিবাচক ছিল বীমা খাত। ৫৮ কোটি টাকার বেশি লেনদেন হয়ে ওষুধ ও রসায়ন খাত লেনদেনের শীর্ষে উঠে আসে। এ খাতে ৮২ শতাংশ কোম্পানি দরপতনে ছিল। প্রকৌশল খাতে ৪৭ কোটি টাকা লেনদেন হয়। দরপতনে ছিল ৭১ শতাংশ কোম্পানি। ব্যাংক খাত লেনদেনে তৃতীয় অবস্থানে উঠে আসে। লেনদেন হয় সাড়ে ৪১ কোটি টাকা। দরপতনে ছিল ৩৮ শতাংশ কোম্পানি। তথ্য ও প্রযুক্তি খাত ও পাটখাত শতভাগ দরপতনে ছিল।
২১ কোটি টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২ টাকা ১০ পয়সা দরপতন হয়। বেক্সিমকো ফার্মার প্রায় ১৭ কোটি টাকা লেনদেন হয়। দরপতন হয় ২টাকা ৬০ পয়সা। এসপি সিরামিকসের প্রায় ১০ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৮০ পয়সা। এছাড়াও বিচ হ্যাচারি, এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, উত্তরা ব্যাংক, মিউল্যান্ড ব্যাংক শীর্ষ তালিকায় উঠে আসে।
প্রায় ১০ শতাংশ বেড়ে রংপুর ফাউন্ড্রি দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এছাড়া মিউল্যান্ড ব্যাংক, রিলায়েন্স ওয়ান, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন লুব্রিক্যান্টস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
প্রায় ১০ শতাংশ কমে খান ব্রাদার্স পিপি দরপতনের শীর্ষে উঠে আসে। এছাড়া সোনারগাঁও টেক্সটাইল, এসকে ট্রিমস, এস্কয়ার নিট, এসএস স্টিল দরপতনের শীর্ষে উঠে আসে।
চিটাগং স্টক এক্সচেঞ্জে( সিএসই) লেনদেন হওয়া ২১১ কোম্পানির মধ্যে দরপতন হয় ১৩৫টির, বেড়েছে ৫৪টির দর, অপরিবর্তিত ছিল ২২টির দর। লেনদেন হয় ৭ কোটি ১৩ লাখ টাকা। সিএসসিএক্স সূচক কমে ৫৫ দশমিক ৫২ পয়েন্ট, সিএএসপিআই সূচক কমে ১০০ পয়েন্ট। ১ কোটি টাকার বেশি লেনদেন হয়ে উত্তরা ব্যাংক লেনদেনের শীর্ষে উঠে আসে। এছাড়া বিচ হ্যাচারি, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, প্রিমিয়ার সিমেন্ট ও এনভয় টেক্সটাইল লেনদেনের শীর্ষে উঠে আসে।
প্রায় ১০ শতাংশ করে বেড়ে ইস্টার্ন ক্যাবলস, আরামিট সিমেন্ট, হামি ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট ফাইন্যান্স, হাইডেলবার্গ সিমেন্ট দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে। দরপতনে ছিল দেশবন্ধু পলিমার, পেনিনসুলা, ওয়াইম্যাক্স, শার্প ইন্ডাস্ট্রিজ, বেঙ্গল উইন্ডসর।
Comments