ডিএসইতে লেনদেন ও সূচকের বড়পতন

বাংলা বছরের শেষদিন এবং চলতি সপ্তাহের প্রথমদিনে পুঁজিবাজারে বড় পতন দিয়ে শেষ হলো। লেনদেনের শুরু থেকে সূচকের টানা পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৬ শতাংশ কোম্পানির দরপতন হয়। লেনদেন কমেছে ১২৫ কোটি টাকার বেশি। ডিএসইএক্স সূচক কমেছে ৩৫ দশমিক ৫৫ পয়েন্ট, ডিএসই শরীয়াহ সূচক কমেছে ৬ দশমিক৭৪ পয়েন্ট, ডিএস৩০ সূচক কমেছে প্রায় ১৬ পয়েন্ট। লেনদেন নেমে আসে ৪১৪ কোটি টাকায়। দর বেড়েছে মাত্র ৭৯টি কোম্পানির। টানা তিনদিন ইতিবাচক থাকার পরে আজ বড় পতন হয় সূচকের। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের পতন অব্যাহত ছিল।
ওষুধ ও রসায়ন খাত লেনদেনের শীর্ষে থাকলেও সবখাতই দরপতনে ছিল। ওষুধ খাতে সাড়ে ৫৮ কোটি টাকা লেনদেন হয়। এ খাতে ৭০ শতাংশ কোম্পানির দরপতন হয়। প্রকৌশল খাতে ৪২ কোটি টাকা লেনদেন হয়। দরপতন হয় ৬১ শতাংশ কোম্পানির। খাদ্য খাতে ৪২ কোটি টাকা লেনদেন হয়। দরপতন হয় ৬৬ শতাংশ কোম্পানির।
লেনদেনের শীর্ষে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সাড়ে ২৮ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা। লেনদেনের একক প্রাধান্য ছিল কোম্পানিটির। বেক্সিমকো ফার্মার ১০ কোটি টাকা লেনদেন হয়। দরপতন হয় ৩ টাকা ৪০ পয়সা। উত্তরা ব্যাংকেরও ১০ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ১০ পয়সা। এছাড়া ইস্টার্ন লুব্রিক্যান্টস, এসপি সিরামিকস, বিচ হ্যাচারি লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসে।
প্রায় ১০ শতাংশ করে বেড়ে ইস্টার্ন ক্যাবলস, ওয়াটা কেমিক্যাল দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে। এছাড়া হাইডেলবার্গ সিমেন্ট, এমবি ফার্মা, মন্নু অ্যাগ্রো ও জেনারেল মেশিনারি দরবৃদ্ধির শীর্ষ তালিকায় অবস্থান করে।
প্রায় ১০ শতাংশ কমে আলহাজ টেক্সটাইল দরপতনের শীর্ষে উঠে আসে। এছাড়া প্রাইম ব্যাংক, এসপি সিরামিকস, ফিনিক্স ফাইন্যান্স, এসআলম কোল্ড রোল্ড স্টিল দরপতনের শীর্ষ তালিকায় অবস্থান করে।
অপরদিকে চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ১৯৫ কোম্পানির মধ্যে ১১৯টি কোম্পানির দরপতন হয়। তবে লেনদেন বেড়েছে। দর বেড়েছে মাত্র ৫৬টির। লেনদেন হয় ১৫ কোটি টাকা। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে সাড়ে আট কোটি টাকা। সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ২৪ পয়েন্ট, সিএএসপি্আই সূচক কমেছে সাড়ে ৩৮ পয়েন্ট।
ওরিয়ন ইনফিউশনের সাড়ে সাত কোটি টাকা লেনদেন হয়। বিচ হ্যাচারির প্রায় দুই কোটি টাকা লেনদেন হয়। ক্রাউন সিমেন্টের এক কোটি ৩৩ লাখ টাকা লেনদেন হয়। প্রায় ১০ পয়েন্ট বেড়ে ইস্টার্ন ক্যাবলস দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এরপরে অবস্থান করে প্রিমিয়ার সিমেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল, পেনিনসুলা চিটাগাং, হাইডেলবার্গ সিমেন্ট। দরপতনে ছিল প্রাইম ব্যাংক, হাক্কানি পাল্প, নুরানি ডায়িং, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড ও এমারেল্ড অয়েল দরপতনের শীর্ষে অবস্থান করে।
Comments