বেশিরভাগ শেয়ারের দরপতন সত্ত্বেও সুচক ও লেনদেন ইতিবাচক

ট্রাম্পের শুল্কনীতি'র কারণে বৈশ্বিক শেয়ারবাজারে উথাল পাথাল অবস্থা হলেও আমাদের দেশের শেয়ারবাজারে সেভাবে প্রভাব পড়তে দেখা যায়নি। অবশ্য দেশের শেয়ারবাজারে অধিকাংশ সময়েই মন্দাবস্থা বিরাজ করে। গত কয়েকদিন ধরে বাজারে লেনদেনে কিছুটা ইতিবাচক গতি দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ফের ৫০০ কোটি টাকার ঘরে পৌঁছেছে। আজ বেশিরভাগ শেয়ারের দরপতন হলেও সব সূচক ইতিবাচক ছিল। বহুজাতিক কোম্পানিগুলোর অধিকাংশের দরপতন হয়। তবে ম্যারিকো বাংলাদেশের দর ইতিবাচক ছিল। প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ১৮ পয়েন্ট, ডিএসইএস সূচক ৩ দশমিক ২৬ পয়েন্ট, ডিএস৩০ সূচক ৫ দশমিক ৯০ পয়েন্ট ইতিবাচক ছিল। লেনদেন হয় ৫৪০ কোটি টাকা। দর বেড়েছে ৩৬ শতাংশ কোম্পানির, কমেছে ৪৩ শতাংশের দর।
খাতভিত্তিক লেনদেনে আজও ওষুধ ও রসায়ন খাতকে এগিয়ে থাকতে দেখা যায়। এ খাতে প্রায় ৮৫ কোটি টাকা লেনদেন হয়। যা ছিল মোট লেনদেনের ১৭ শতাংশ। এ খাতে সমান সংখ্যক কোম্পানির দর বাড়ে ও কমে। এরপরে বস্ত্রখাতে লেনদেন হয় ৪৯ কোটি টাকা। এ খাতে সবচেয়ে বেশি ৭৭ শতাংশ কোম্পানির দর ইতিবাচক ছিল। লেনদেন বেড়ে বিবিধ খাত তৃতীয় অবস্থানে উঠে আসে। এ খাতে দরপতনের হার বেশি ছিল। সেসব কোম্পানি ডিএসইএক্স সূচক ইতিবাচক করতে ভূমিকা রেখেছে তারমধ্যে রয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশ, স্কয়ার ফার্মা, হাইডেলবার্গ সিমেন্ট, ব্রাক ব্যাংক ও বিএসসির দরবৃদ্ধি।
বিবিধ খাতের বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩৮ কোটি টাকা লেনদেনের পাশাপাশি দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা। এরপরে বিচ হ্যাচারি, বেক্সিমকো ফার্মা, সানলাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন লেনদেনের শীর্ষে অবস্থান করে। প্রায় ১০ শতাংশ বেড়ে ইস্টার্ন ক্যাবলস দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে। হাইডেলবার্গ সিমেন্ট, ড্রাগন সোয়েটার, এইচআরটেক্স, বিচ হ্যাচারি দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। দরপতনের শীর্ষে ছিল ফাস ফাইন্যান্স, বারাকা পাওয়ার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ইন্দোবাংলা ফার্মা, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ শেয়ারের দর বাড়লেও সূচকে ছিল নেতিবাচক প্রবণতা। সিএসসিএক্স সূচক কমেছে সাড়ে ১৫ পয়েন্ট, সিএএসপিআই সূচক কমেছে প্রায় ২১ পয়েন্ট। লেনদেন হওয়া ২১৬ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ৮৬টির, অপরিবর্তিত থাকে ৩৩টির দর। লেণদেন হয় ৬ কোটি ৪৮ লাখ টাকা।
১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে ক্রাইন সিমেন্ট লেনদেনের শীর্ষে অবস্থান করে। এরপরে লোভেলো, উত্তরা ব্যাংক, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন এ তালিকায় উঠে আসে। ১০ শতাংশ করে বেড়ে শমরিতা হসপিটাল, ইস্টার্ন ক্যাবলস, হামিদ ফ্যাব্রিক্স, দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এছগা ওয়াইম্যাক্স, এইচআর টেক্স এ তালিকায় অবস্থান করে।
দরপতনের ছিল জাহিদ টেক্স, আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স, মেট্রো স্পিনিং ও প্রভাতি ইন্স্যুরেন্স দরপতনে ছিল।
Comments