লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়ালেও সূচকে মিশ্র প্রবণতা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের ইতিবাচক গতিতে লেনদেন হয়েছে। লেনদেনের শুরু থেকে শেয়ার কেনার চাপ লক্ষ্য করা যায়। বেলা ১টার পরে বিক্রির চাপ বাড়ে। লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়ালেও কমেছে বেশিরভাগ শেয়ারের দর। প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট এবং ডিএসইএস সূচক আড়াই পয়েন্ট ইতিবাচক থাকে। তবে নেতিবাচক ছিল ডিএস৩০ সূচক। দর বেড়েছে ৩৭ শতাংশ কোম্পানির। কমেছে ৪৮ শতাংশের দর। অপরিবর্তিত ছিল ১৪ শতাংশের দর।
৮৫ কোটি টাকা লেনদেন হয়ে ওষুধ ও রসায়ন খাত লেনদেনের শীর্ষে অবস্থান করে। এ খাতে ২৯ শতাংশ কোম্পানির দর বেড়েছে। আজ লেনদেন বেড়েছে জীবন বীমা খাতে। এ খাতে ৮০ শতাংশ কোম্পানির দর বেড়েছে। প্রকৌশল খাতে বেড়েছে ৫৪ শতাংশ কোম্পানির দর। এ খাতে লেনদেন হয় ৪৭ কোটি টাকা। ছোট খাতগুলোতে দরবৃদ্ধির হার বেশি ছিল। সিমেন্ট, ভ্রমণ ও অবকাশ, টেলিযোগাযোগ খাতে প্রায় শতভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
প্রধান সূচক ইতিবাচক করতে ভূমিকা রেখেছে ইউনাইটেড পাওয়ার, ওয়ালটন, বিএটিবিসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ব্রাক, ইউনিলিভারের মতো কোম্পানির দরবৃদ্ধি।
প্রায় ২৮ কোটি টাকা লেনদেন হয়ে সানলাইফ ইন্স্যুরেন্স শীর্ষে অবস্থান করে। দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা। বিএসসির সাড়ে ২০ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ১ টাকা। বেক্সিমকো ফার্মার প্রায় ১৭ কোটি টাকা লেনদেন হলেও দরপতন হয় ৩ টাকা ৮০ পয়সা। এছাড়া বিচ হ্যাচারি, এসিআই, এসপি সিরামিকস, ইস্টার্ন লব্রিক্যান্টস, অগ্নি সিস্টেম লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করে। এরপরে এসিআই কোম্পানির শেয়ার দর ৮ টাকা ৪০ পয়সা এবং ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৪৪ টাকা দর বেড়েছে।
১০ শতাংশ বেড়ে কনফিডেন্স সিমেন্ট দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এছাড়া জেএমআই সিরিঞ্জ ও মেডিকেল ডিভাইস, ডরিন পাওয়ার, হাইডেলবার্গ সিমেন্ট, অ্যাম্বি ফার্মা দরবৃদ্ধির শীর্ষ তালিকায় অবস্থান করে। দরপতনে ছিল বিচ হ্যাচারি, নিউলাইন ক্লোতিং, সোনারগাঁও টেক্সটাইল, ইকিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, শার্প ইন্ডাস্ট্রিজ।
চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫ দশমিক ১৫ পয়েন্ট বাড়লেও সিএএসপিআই সূচক কমেছে ৩ দশমিক ০৫ পয়েন্ট। বাকী তিন সূচকও নেতিবাচক ছিল। সিএসইতে লেনদেন হওয়া ২১৯ কোম্পানির মধ্যে দর কমেছে ১০৩টির, বেড়েছে ৮৫টির। অপরিবর্তিত থাকে ৩১টির দর। লেনদেন হয় ৯ কোটি ৮৩ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে উঠে আসে লোভেলো। লেনদেন হয় ৩ কোটি ৪১ লাখ টাকার। এছাড়া ক্রাউন সিমেন্ট ১ কোটি ৩৪ লাখ, বিচ হ্যাচারি, সানলাইফ ইন্স্যুরেন্স, ওয়াইম্যাক্স লেনদেনের শীর্ষে উঠে আসে।
দরবৃদ্ধির শীর্ষে থাকা প্রায় সবগুলো কোম্পানির দর বেড়েছে। কে এন্ড কিউ, সিঙ্গার বিডি, কেএমআই সিরিঞ্জ, ক্রাউন সিমেন্ট, ডরিন পাওয়ার প্রায় সবগুলো কোম্পানির শেয়ারের দর ১০ শতাংশের বেশি বেড়েছে।
দরপতনের শীর্ষে থাকা ৫ কোম্পানির শেয়ারদরও প্রায় ১০ শতাংশ হারে কমেছে। কোম্পানিগুলো হচ্ছে ডেল্টা স্পিনিং, সিলভা ফার্মা, শমরিতা, ইসলামিক ফাইন্যান্স, দেশবন্ধু পলিমার।
Comments