পতন দিয়ে শুরু সপ্তাহের প্রথমদিনের লেনদেন

সপ্তাহের প্রথমদিন আজ রোববার পতন দিয়ে শুরু হলো শেয়ারবাজারের লেনদেন। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব কয়টি সূচক নেতিবাচক হওয়ার পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ারের দর। লেনদেন বাড়লেও গতকাল বাজারে শেয়ার বিক্রির চাপ বেশি ছিল। লেনদেনের শুরুতে প্রথম ১০ মিনিট সূচক উর্ধ্বমুখী হলেও এরপরে বিক্রির চাপ বেড়ে যায়। ফলে সূচক নেমে যায়। বেলা ১১টার দিকে আবার কেনার চাপ বাড়লেও শেষ পর্যন্ত সূচক ইতিবাচক থাকতে পারেনি। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক তিন দশমিক ৬৬ পয়েন্ট, ডিএসইএস সূচক ১ দশমিক ৯৭ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৬ দশমিক ৯৫ পয়েন্ট নেতিবাচক অবস্থানে চলে যায়। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ৩৪ কোটি টাকা। লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৯০টির, বেড়েছে ১৪৩টির, অপরিবর্তিত ছিল ৬৪টির দর।
খাতভিত্তিক লেনদেনে বস্ত্রখাত লেনদেনের শীর্ষে উঠে আসে। এ খাতে সাড়ে ৫৮কোটি টাকা লেনদেন হয়। তবে এ খাতের অধিকাংশ কোম্পানি দরপতনে ছিল। প্রকৌশল খাতে ৫৭ কোটি টাকা লেনদেন হয়। এ খাতে দর বেড়েছে ৪৫ শতাংশ কোম্পানির। ওষুধ ও রসায়ন খাতে সাড়ে ৫১ কোটি টাকা লেনদেন হয়। দরবৃদ্ধির দিক থেকে বীমা খাত সবচেয়ে এগিয়ে ছিল। এ খাতে ৮০ শতাংশ কোম্পানির দরই বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসে স্কয়ার ফার্মা। ১৩ কোটি ৯৭ লাখ টাকা লেনদেনের পাশাপাশি শেয়ারটির দর বেড়েছে ৫০ পয়সা। ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ৬৯ লাখ টাকা লেনদেন হয়। দরপতন হয় ৮ টাকা ৫০ পয়সা। বিডি থাইয়ের ১১ কোটি ২১ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৭০ পয়সা। এরপরের অবস্থানগুলোতে ছিল এসপি সিরামিকস, আলিফ ইন্ডাস্ট্রিজ, লোভেলো, লিন্ডে বিডি, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো। ১০ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে এসপি সিরামিকস। এছাড়া প্রায় ১০ শতাংশ করে বেড়ে শীর্ষ দশের তালিকায় স্থান করে নেয় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার মিল, এস আলম কোল্ড রোল্ড স্টিল।
ভালো লভ্যাংশ ঘোষণা সত্ত্বেও লিন্ডে বিডির শেয়ার দরপতনের শীর্ষে চলে আসে। এরপরের অবস্থানগুলোতে ছিল আলিফ ইন্ডাস্ট্রিজ, আরামিট সিমেন্ট, মিথুন নিটিং, মেট্রো স্পিনিং।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিপরীত চিত্র দেখা গেছে। সিএসসিএক্স সূচক ৫ পয়েন্ট ইতিবাচক ছিল, সিএএসপিআই সূচক ইতিবাচক থাকে ৭ দশমিক ৫২ পয়েন্ট। লেনদেন হওয়া ১৮১ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির দর। লেনদেন হয় ৪ কোটি ৭০ লাখ টাকা।
সিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে লোভেলো আইসক্রিম, ফাইন ফুডস, ওয়ান ব্যাংক, অ্যাকমি ল্যাব, বিডি থাই। ১০ শতাংশ করে বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে বেঙ্গল উইন্ডসর, বিডি ফাইন্যান্স, শমরিতা হসপিটাল। তিন কোম্পানির দর ১০ শতাংশ করে বেড়েছে। এছাড়া ক্রাউন সিমেন্ট, বসুন্ধরা পেপার মিল দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। দরপতনে ছিল সোনালি পেপার, আমরা নেট, মন্নু সিরাসিক,আলিফ ইন্ডাস্ট্রিজ, লিন্ডে বিডি।
Comments