সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন কমেছে

আগের দুই কার্যদিবস সূচক ও লেনদেনে উর্ধ্বগতি থাকলেও আজ সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই)। সেইসাথে মোট লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। যদিও লেনদেনের অঙ্ক ৪০০ কোটির ঘরেই অবস্থান করে। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ লেনদেনের শুরু থেকেই সূচক বারবার উঠানামা করে। বেলা ১টার পরে কেনার গতি বাড়লে সূচক উর্ধ্বমুখী হয়। শেষ পর্যন্ত ডিএসইএক্স সূচক সাড়ে ৯ পয়েন্ট, ডিএস৩০ সূচক ১ দশমিক ৯৩ পয়েন্ট ইতিবাচক অবস্থানে থাকে। তবে শরীয়াহ আইনে পরিচালিত কোম্পানিগুলো নিয়ে গঠিত সূচক ১ দশমিক ৩২ পয়েন্ট নেতিবাচক ছিল। ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ১৯১টির দর বেড়েছে। কমেছে ১৪০টির দর। অপরিবর্তিত ছিল ৬৭টির দর। আগেরদিনের তুলনায় লেনদেন কমেছে ৩৮ কোটি ২৭ লাখ টাকা। লেনদেন হয় ৪১৪ কোটি টাকা।
খাদ্য ও সংশ্লিষ্ট খাত লেনদেনের শীর্ষে অবস্থান করে। এ খাতে ৫২ শতাংশ কোম্পানির দর ইতিবাচক ছিল। লেনদেন হয় প্রায় ৫৫ কোটি টাকা। এরমধ্যে শীর্ষে অবস্থান করা লোভেলো আইসক্রিমের এককভাবে সোয়া ২০ কোটি টাকা লেনদেন হয়। তবে কয়েকদিন ধরে শেয়ারটির দরবৃদ্ধির পরে আজ মুনাফা তুলে নেয়ার প্রবণতায় দরপতন হয় দেড় টাকা। ওরিয়ন ইনফিউশনের সাড়ে ১৩ কোটি টাকা লেনদেন হলেও দরপতন হয় ৪০ পয়সা। শাইনপুকুর সিরামিকসের ১৩ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ১টাকা ৮০ পয়সা। এছাড়া বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মা, হাক্কানি পাল্প, বিডি থাই এ তালিকায় অবস্থান করে।
১০ শতাংশ করে বেড়ে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ও এসআলম কোল্ড রোল্ড দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এরপরের অবস্থানগুলোতে ছিল এনার্জি পাওয়ার, কাট্টলি টেক্সটাইল, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। দরপতনে ছিল মিডল্যান্ড ব্যাংক, বিআইএফসি, সোনারগাঁও টেক্সটাইল, লিন্ডে বিডি, আলিফ ইন্ডাস্ট্রিজ।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক বেড়েছে ৫ পয়েন্ট। সিএএসপিআই সূচক বেড়েছে ২ পয়েন্ট। লেনদেন হওয়া ২২০ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ৯২টির। অপরিবর্তিত ছিল ৩৫টির দর। লেনদেন হয় ৮ কোটি ৩৪ লাখ টাকা।
আড়াই কোটি টাকা লেনদেন হয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শীর্ষে উঠে আসে। এছাড়া ফাইন ফুডস, লোভেলো, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, রবি, স্কয়ার ফার্মা লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করে। ১০ শতাংশ করে বেড়ে প্রাইম লাইফ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এস্কয়ার নিট, স্কয়ার টেক্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে।
দরপতনের তালিকায় ছিল ক্রাউন সিমেন্ট, বিডি ফাইন্যান্স, পদ্মা লাইফ, ফারইস্ট ইসলামি লাইফ, কপারটেক।
Comments