সূচক শেয়ারদর ও লেনদেনে ইতিবাচক গতি

পুঁজিবাজারে আজ ইতিবাচক গতিতে লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক ইতিবাচক হওয়ার পাশাপাশি বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। লেনদেন বেড়েছে ৭৪ কোটি ৪৫ লাখ টাকা। দর বেড়েছে ৪৫ শতাংশ কোম্পানির বা ১৮২টির, কমেছে ৩৫ শতাংশের দর। অপরিবর্তিত ছিল ১৯ শতাংশের দর। ডিএসইতে আজ লেনদেন হয় ৪১২ কোটি ৫২ লাখ টাকা।
আজ লেনদেনের শীর্ষে উঠে আসে খাদ্য ও আনুষঙ্গিক খাত। এ খাতে লেনদেন হয় ৫৮ কোটি টাকা। এ খাতের বিচ হ্যাচারি ও লোভেলো লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে উঠে আসে। এ খাতে ৮০ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ওষুধ ও রসায়ন খাতে ৫৮ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৪৭ শতাংশ কোম্পানির। বস্ত্রখাতে ৪৪ কোটি টাকা লেনদেন হয়। তবে এ খাতে দরপতনের হাত বেশি ছিল। আজ সূচক ইতিবাচক রাখতে ভূমিকা রেখেছে বীকন ফার্মা, ওয়ালটন, ডেল্টা লাইফ, খান ব্রাদার্স পিপির দরবৃদ্ধি।
লেনদেনের শীর্ষে থাকা ওরিয়ন ইনফিউশনের ২৬ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা। বিচ হ্যাচারির ২২ কোটি টাকা লেনদেন হয়, দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা। লোভেলোর সাড়ে ১৭ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা। এছাড়া খান ব্রাদার্স পিপি, লিন্ডে বিডি, স্কয়ার ফার্মা, হাক্কানি পাল্প, রবি লেনদেনের শীর্ষে অবস্থান করে।
১০ শতাংশ দর বেড়ে এস আলম কোল্ড রোল্ড দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে। এছাড়া প্রাইম লাইফ, ট্রাস্ট ইসলামি লাইফ, সিকদার ইন্স্যুরেন্স, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় অবস্থান করে।
দরপতনের শীর্ষে ছিল সামিট পাওয়ার, সাফকো স্পিনিং, প্রিমিয়ার লিজিং, হামিদ ফ্যাব্রিক্স ও ন্যাশনাল ব্যাংক দরপতনে ছিল।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ২০৫ কোম্পানির মধ্যে ১০২টির দর বেড়েছে, কমেছে ৬৮টির, অপরিবর্তিত ছিল ৩৫টির দর। লেনদেন হয় ১১ কোটি ৯২ লাখ টাকার। লেনদেনের শীর্ষে থাকা বিচ হ্যাচারির প্রায় সাত কোটি টাকা ও লোভেলোর ১ কোটি ৩২ লাখ টাকা লেনদেন হয়। এছাড়া শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সানলাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স ওয়ান, ওরিয়ন ইনফিউশন শীর্ষ তালিকায় অবস্থান করে।
১০ শতাংশ বেড়ে লিগ্যাসি ফুটওয়্যার ও মেঘনা সিমেন্ট দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এছাড়া সমতা লেদার, ট্রাস্ট ইসলামি লাইফ, ফারইস্ট লাইফ, এসআলম কোল্ড রোল্ড দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে।
১০ শতাংশ কমে ফিনিক্স ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে অবস্থান করে। এছাড়া ঢাকা ডায়িং, তুং হাই নিটিং, আইবিবিএল মুদারাবা পারপিচুয়াল বন্ড, নাহি ক্যাপিটাল দরপতনের তালিকায় অবস্থান করে।
Comments