আমানতের বিপরীতে নগদ জমা সংরক্ষণে পরিবর্তন

কেন্দ্রীয় ব্যাংকে আমানতের বিপরীতে নগদ জমা সংরক্ষণে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এতদিন আমানতের বিপরীতে সাড়ে ৩ শতাংশ অর্থ সিআরআর হিসেবে জমা রাখতে হতো। বুধবার থেকে দিনে ৩ শতাংশ অর্থ জমা রাখলেই চলবে।
এতে ব্যাংকগুলোর কাছে বিনিয়োগযোগ্য তহবিল কিছুটা বাড়বে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নিয়মে নগদ জমা সংরক্ষণের হার দিন হিসেবে কমপক্ষে ৩ শতাংশ হবে এবং দুই সপ্তাহের গড় ভিত্তিতে তা ৪ শতাংশে অপরিবর্তিত থাকবে।
এর আগে বাংলাদেশ ব্যাংক জানায়, মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে ২৮ দিনের রেপো বন্ধ হবে। এরপর জুনে ১৪ দিনের রেপো বন্ধ হবে।
ফলে ব্যাংকগুলো সপ্তাহে ১ দিন মঙ্গলবার শুধু কেন্দ্রীয় ব্যাংক থেকে নীতি সুদ দিয়ে টাকা ধার করতে পারবে।
Comments