ডিএসইতে ৫ কার্যদিবসে সূচক কমেছে ৭৪ পয়েন্ট

পুঁজিবাজারে টানা পাঁচ কার্যদিবস ধরে সূচকের পতন চলছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঁচ কার্যদিবসে সূচক কমেছে ৭৪ পয়েন্ট। লেনদেন ৬ শ' কোটির ঘর থেকে ৩শ' কোটির ঘরে নেমে এসেছে। লেনদেন হয় ৩৩৮ কোটি টাকা। ডিএসইতে আজ মাত্র ৬৫টির কোম্পানির দর বেড়েছে, ২৬৭টি বা ৬৮ শতাংশ কোম্পানির দরপতন হয়।। অপরিবর্তিত ছিল ৬৫টি কোম্পানির দর।
আজ লেনদেনের শুরুতে প্রথম ২০ মিনিটে কেনার চাপে সূচক উর্ধ্বমুখী থাকলেও পরে টানা পতন শুরু হয়। ধীরে ধীরে নিচের দিকে ধাবিত হতে থাকে সূচক। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৫৫ পয়েন্ট, ডিএসইএস সূচক ৪ দশমিক ০৭ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৮ দশমিক ৯৪ পয়েন্ট নেতিবাচক অবস্থানে নেমে যায়। লেনদেন হয় ৩৩৮ কোটি ৫৬ লাখ টাকা।
সাড়ে ৫৪ কোটি টাকা লেনদেন হয়ে বস্ত্রখাত লেনদেনের শীর্ষে উঠে আসে। এ খাতে ৮১ শতাংশ কোম্পানির দরপতন হয়। ওষুধ ও রসায়ন খাতে ৫৩ কোটি টাকা লেনদেন হয়। দরপতন হয় ৭৬ শতাংশ কোম্পানির। ব্যাংক খাতে লেনদেন হয় ৩৯ কোটি টাকা। বড় মূলধনের কোম্পানি এবং বহুজাতিক কোম্পানির মধ্যে গ্রামীণফোন, বিএটিবিসি, ব্রাক ব্যাংক, ইসলামি ব্যাংক, রেনাটা, বাটাসু, ম্যারিকো কোম্পানিগুলো দরপতনে থাকায় সূচকের বড় পতন হয়।
১৪ কোটি ৭৪ লাখ টাকা লেনদেন হয়ে ওরিয়ন ইনফিউশন লেনদেনের শীর্ষে উঠে আসলেও কোম্পানিটির ৮ টাকা ১০ পয়সা দরপতন হয়। লিন্ডে বিডির প্রায় ১৪ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৭১ টাকা ৩০ পয়সা। কোম্পানিটি দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল। শাইনপুকুর সিরামিকসের সাড়ে নয় কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৭০ পয়সা। এছাড়া আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্রাক ব্যাংক, কেডিএস লিমিটেড, ইন্দোবাংলা ফার্মা, সোনারগাঁও টেক্সটাইল লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করে।
সাড়ে নয় শতাংশ দর বেড়ে ইন্দোবাংলা ফার্মা দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এছাড়া এশিয়ান টাইগার সন্ধানী লাইফ, এসপি সিরামিকস, কেডিএস অ্যাক্সেসরিজ দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে।
দরপতনের শীর্ষ তালিকায় অবস্থান করে সোনারগাঁও টেক্সটাইল, এস আলম কোল্ড রোল্ড, রিলায়েন্স ইন্স্যুরেন্স।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিএসসিএক্স সূচক ৫১ পয়েন্ট, সিএসপিআই সূচক ৮২ পয়েন্ট নেতিবাচক অবস্থানে ছিল। লেনদেন হওয়া ২২৭ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির দর। লেনদেন হয় ৪ কোটি ৩৭ লাখ টাকা।
লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসে সানলাইফ ইন্স্যুরেন্স, বিএটিবিসি, রবি, লিন্ডে বিডি, বিবিএস ক্যাবলস।
দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসে বিডি ল্যাম্পস। শেয়ারটির দর প্রায় ১০ শতাংশ বেড়েছে। এছাড়া এশিয়ান টাইগার, ইন্দোবাংলা ফার্মা, পদ্মা লাইফ, আমান কটন ফাইব্রাস দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে। দরপতনে ছিল প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, প্রাইম লাইফ, মেঘনা লাইফ, আরামিট সিমেন্ট।
Comments