রেকর্ড ডেটের কারনে আগামিকাল গ্রীন ডেল্টা’র লেনদেন বন্ধ

রেকর্ড ডেটের কারনে পুঁজিবাজারে তালিকাভূক্ত বীমা খাতের কোম্পানি গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের লেনদেন আগামিকাল বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেষ হওয়া বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩৯ পয়সা। এ সময় শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৭০ টাকা ৪০ পয়সা এবং শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ ছিল ১ টাকা ১৯ পয়সা। যা ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে হয়েছিল যথাক্রমে ৬ টাকা ১১ পয়সা, ৭৩ টাকা ১৮ পয়সা এবং ৫ টাকা ৯৮ পয়সা। বার্ষিক সাধারণ সভা (এজিএম) র তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ মার্চ, ২০২৫। অনলাইন প্লাটফর্মে সকাল ১১টায় এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে লভ্যাংশ চূড়ান্ত অনুমোদন করা হবে। এজন্য আগামিকাল (৪ মার্চ) রেকর্ড ডেটের কারনে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
Comments