চার কার্যদিবস বৃদ্ধির পর দর সংশোধন

টানা চারদিন উত্থানের পর আজ পুঁজিবাজারে দর সংশোধন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সবগুলো সূচকের পতনের পাশাপাশি লেনদেনে বড় পতন হয়েছে। আগেরদিন ডিএসইতে বড় অঙ্কের লেনদেন হয়। লেনদেন ছাড়িয়ে যায় ৬০০ কোটি টাকা। আজ বেশিরভাগ কোম্পানির দরপতন হয়। টানা চারদিনের উত্থানে যে-সব শেয়ারের দর বেড়েছিল আজ সেসব শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেন বিনিয়োগকারীরা। যার কারণে অধিকাংশ শেয়ারের দরপতন হয়।
আজ লেনদেনের শুরু থেকেই সূচক নিম্নমুখী ছিল। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয় ১৪ পয়েন্ট, ডিএসইএস সূচক কমে ২ দশমিক ৩৩ পয়েন্ট, ডিএস৩০ সূচক কমে ৪ দশমিক ১৮ পয়েন্ট। আগের দিনের তুলনায় লেনদেন কমে ১৪৪ কোটি টাকা। দরপতন হয় ৫২ শতাংশ বা ২৮৮টি কোম্পানির।
খাতভিত্তিক লেনদেনে ব্যাংক খাত লেনদেনের শীর্ষে উঠে আসে। তবে এ খাত থেকে মুনাফা তুলে নেয়ার প্রবণতা বেশি ছিল। যার কারণে এ খাতে মাত্র ৪টি কোম্পানির দর বেড়েছে। ব্যাংক খাতের দরপতনের কারণে আজ সূচক নেতিবাচক অবস্থানে চলে যায়। এ খাতে লেনদেন হয় প্রায় ৭১ কোটি টাকা। এরপরে বস্ত্রখাতে ৬০ কোটি টাকা এবং ওষুধ ও রসায়ন খাতে সাড়ে সাড়ে ৫৭ কোটি টাকা লেনদেন হয়।
সাড়ে ১৪ কোটি টাকা লেনদেন হয়ে আইএফআইসি ব্যাংক লেনদেনের তালিকার শীর্ষে উঠে আসে। শেয়ারটির দর বেড়েছে ৪০ পয়সা। এরপরে ফু ওয়াং ফুডের সাড়ে ১২ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা। তৃতীয় অবস্থানে থাকা মিউল্যান্ড ব্যাংকের ২ টাকা ১০ পয়সা দরপতন হয়। লেনদেন হয় ১২ কোটি টাকার। এরপরের অবস্থানগুলোতে ছিল রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, লোভেলো, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ইনফিউশন, এসপি সিরামিকস, ইন্ট্রাকো, বিচ হ্যাচারি।
প্রায় ১০ শতাংশ বেড়ে বসুন্ধরা পেপার মিল দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এস আলম কোল্ড রোলড স্টিলের দর বেড়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ। এরপরের অবস্থানগুলোতে ছিল দেশবন্ধু পলিমার, ফু ওয়াং ফুড, খান ব্রাদার্স পিপি। দরপতনে ছিল মিডল্যান্ড ব্যাংক, এসআইবিএল, গ্লোবাল ইসলামি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইবিএল মিউচুয়াল ফান্ড।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে একই চিত্র দেখা গেছে। সিএসসিএক্স সূচক কমেছে ১ দশমিক ৪৩ পয়েন্ট। সিএএসপিআই সূচক কমেছে ২২ দশমিক ৪৭ পয়েন্ট। লেনদেন হওয়া ২১২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টির দর। লেনদেন হয় ১০ কোটি ৮৯ লাখ টাকা।
৫ কোটি ১৯ লাখ টাকা লেনদেন হয়ে মেঘনা পেট্রোলিয়ম লেনদেনের শীর্ষে অবস্থান করে। এরপরের অবস্থানগুলোতে ছিল লোভেলো, পুবালি ব্যাংক, আইএফআইসি, ফাইন ফুডস।
দরবৃদ্ধির শীর্ষ তালিকায় ছিল বসুন্ধরা পেপার মিল, খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং, আরামিট সিমেন্ট, আমান কটন ফাইব্রাস।
দরপতনে ছিল ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড। এরপরের অবস্থানে ছিল জাহিন স্পিনিং, মিডল্যান্ড ব্যাংক, এসইএমএল লেকচার ই্কুইটি ম্যানেজমেন্ট ফান্ড, সানলাইফ ইন্স্যুরেন্স।
Comments