‘গত বাজেটের বাড়তি ব্যয় নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি’

ভঙ্গুর অর্থনীতির প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ছে বলে মন্তব্য করেছেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ। তিনি বলেন, 'গত বাজেটের বাড়তি ব্যয় নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।'
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত 'জাতীয় বাজেট জনগণের প্রত্যাশা' শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
এসময় আব্দুল মজিদ বলেন, 'সঠিকভাবে যাকাত দিলে সাধারণ মানুষ অনেকটা সহযোগিতা পাবে। সরকারের উচিত সবাইকে সঠিকভাবে যাকাত প্রদানে উৎসাহিত করা। সবাইকে বাড়তি ব্যয় কমিয়ে আনার ওপর জোর দিতে হবে।'
অনুষ্ঠানে বক্তারা বলেন, 'যারা লুটপাট করেছে তাদের বিচার এখনো হয় নাই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ করতে হবে। শিল্প খাতের উন্নয়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, এর কোনো বিকল্প নেই।'
আইবিডব্লিউএফের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম হায়দার, বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেম, এনবিআরএর সাবেক সদস্য পারসা বেগম ও নাসির উদ্দিন, বারভিডার চেয়ারম্যান ও হকস্ বে অটো মোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি, কাজী এয়ার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান।
Comments