লেনদেন বাড়লেও সূচক ও শেয়ারদরে পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জে ( ডিএসই) আজ লেনদেন বাড়লেও সূচকে ছিল মিশ্র প্রবণতা। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১৪ কোটি ১৮ লাখ টাকা। প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৬৯ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২ দশমিক ১২ পয়েন্ট কমেছে। তবে ২ দশমিক ৫২ পয়েন্ট ইতিবাচক ছিল ডিএস৩০ সূচক। দরপতনে ছিল ৪৭ শতাংশ কোম্পানি। বেড়েছে ৩৪ শতাংশের দর। তবে গ্রামীণ ফোন, ব্রাক ব্যাংক, পাওয়ার গ্রিড, ইসলামি ব্যাংক, স্কয়ার ফার্মার দরবৃদ্ধি সূচকে ইতিবাচক প্রভাব রাখার সূচকের পতন তুলনামূলক কম হয়েছে।
ব্যাংক ও বস্ত্রখাতে ৫০ কোটি টাকা করে লেনদেন হলেও এই দুই খাতে দরপতনের হার বেশি ছিল। অর্থাৎ এই দুই খাতে বিক্রির চাপ বেশি ছিল। ওষুধ ও রসায়ন খাতে ৪৭ কোটি টাকা লেনদেন হয়।
প্রায় ২০ কোটি টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে টেলিযোগাযোগ খাতের রবি। শেয়ারটির দর বেড়েছে ১০ পয়সা। এরপরে ব্রাক ব্যাংকের সাড়ে ১৩ কোটি টাকা লেনদেনের পাশাপাশি দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা। গ্রামীণ ফোনের সোয়া ১৩ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ২ টাকা। লেনদেনে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে বিএসসি, সোনালি পেপার, ওরিয়ন ইনফিউশন, জিকিউ বলপেন।
প্রায় ১০ শতাংশ বেড়ে বিডিকম দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এস আলম কোল্ড রোলডের সোয়া ৯ শতাংশ দর বেড়েছে। এরপরের অবস্থানগুলোতে ছিল জিকিউ বলপেন, তোসরিফা, গোল্ডেন সন।
প্রায় ১০ শতাংশ কমে নিউলাইন ক্লোথিং দরপতনের শীর্ষে উঠে আসে। এছাড়া খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং, অ্যাপোলো ইস্পাত, নুরানি ডায়িং, বিবিএস দরপতনের শীর্ষ তালিকায় অবস্থান করে।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। সিএসসিএক্স সূচক ১০ দশমিক ৮০ পয়েন্ট এবং সিএএসপিআই সূচক প্রায় ২৫ পয়েন্ট নেতিবাচক অবস্থানে ছিল। লেনদেন হওয়া ১৯০ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ৯৩টির, অপরিবর্তিত ছিল ২৪টির দর। লেনদেন হয় সাড়ে চার কোটি টাকা। লেনদেন কমেছে ৩ কোটি ৭০ লাখ টাকা।
১ কোটি টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে অ্যাকমি ল্যাব। এর পরে লেনদেন হয় রবি, লোভেলো, বিএটিবিসি, এনআরবি ব্যাংক।
১০ শতাংশ করে দর বেড়ে দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে ফারইস্ট ফাইন্যান্স, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। পরের অবস্থানগুলোতে ছিল বিডিকম, জিকিউ বলপেন, তোসরিফা ইন্ডাস্ট্রিজ।
দরপতনে ছিল ন্যাশনাল ফিড মিল, সাফকো স্পিনিং, খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং, লিগ্যাসি ফুটওয়্যার, অ্যাপোলো ইস্পাত।
Comments