সপ্তাহের প্রথমদিনে উভয় বাজারে পতন

পুঁজিবাজারে সপ্তাহের প্রথমদিনে পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে টানা উত্থানের পরে আজ সকাল থেকে সূচকের পতন হতে দেখা গেছে। সূচক ধীরে ধীরে নেমে যেতে থাকে। শেষ পর্যন্ত ১৩ পয়েন্ট পতন দিয়ে লেনদেন শেষ হয়। অপর দুই সূচকের পতন হয়। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৫৫ কোটি ৫৪ লাখ টাকা। লেনদেন হয় ৩৭৪ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬০ শতাংশ কোম্পানির দরপতন হয়।
৫৭ কোটি টাকা লেনদেন হয়ে লেনদেনের শীর্ষে অবস্থান করে বস্ত্রখাত। প্রায় সবখাতেই দরপতনের হার বেশি ছিল। এরপরে ওষুধ ও রসায়ন খাতে ৪৪ কোটি, ব্যাংক খাতে ৩৯ কোটি টাকা লেনদেন হয়।
১২ কোটি ৩৪ লাখ টাকা লেনদেন হয়ে খান ব্রাদার্স পিপি উভেন দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৫০ পয়সা। বস্ত্রখাতের নিউলাইন ক্লোথিং এর ৯ কোটি ৮০ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে ২০ পয়সা। বিচ হ্যাচারির সাড়ে নয় কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে রবি, খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং, ওরিয়ন ইনফিউশন, এনার্জি পাওয়ার, নাভানা পাওয়ার।
১০ শতাংশ বেড়ে পাওয়ার গ্রিড দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এরপরের কোম্পানিগুলো হচ্ছে ইসলামিক ফাইন্যান্স, নাভানা ফার্মা, আরডি ফুড, বিডি ফাইন্যান্স। দরপতনে ছিল খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, বিডি ওয়েল্ডিং।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র লক্ষ্য করা গেছে। সূচক ধীরে ধীরে নেমে গেছে। সিএসসিএক্স সূচক ২৩ পয়েন্ট, সিএএসপিআই সূচক ৩৮ পয়েন্ট নেতিবাচক অবস্থানে ছিল। লেনদেন হয় ৫ কোটি ৩০ লাখ টাকা। লেনদেন হওয়া ১৭৭ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির দর। লেনদেন কমেছে ৪ কোটি ৩৮ লাখ টাকা।
১ কোটি ১০ লাখ টাকা লেনদেন হয়ে শীর্ষে অবস্থান করে খান ব্রাদার্স পিপি, এরপরে রবি,সিনোবাংলা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং লেনদেনের শীর্ষে অবস্থান করে। দরবৃদ্ধির শীর্ষ তালিকায় ছিল ইসলামিক ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, পাওয়ার গ্রিড, শমরিতা, ফিনিক্স ফাইন্যান্স। দরপতনে ছিল কনফিডেন্স সিমেন্ট, প্রিমিয়ার ইন্স্যুরেন্স, অলটেক্স, ইস্টার্ন হাউজিং লিমিটেড, আইসিবি।
Comments