‘ব্যাংকা তুফান’ তারকাদের সাফল্য উদ্যাপন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ও ইষ্টার্ন ব্যাংকের
'ব্যাংকা তুফান' ক্যাম্পেইনে ইস্টার্ন ব্যাংক পিএলসির অংশগ্রহণকারীদের ব্যতিক্রমধর্মী কৃতিত্বকে সম্মান জানাতে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি। ৫ ফেব্রুয়ারি গ্রীন ডেল্টার প্রধান কার্যালয়ে অনুষ্ঠানটি হয়।
এতে উপস্থিত ছিলেন ইষ্টার্ন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং প্রধান খোরশেদ আনোয়ার, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি'র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনুদ্দিন আহমেদ, উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইষ্টার্ন ব্যাংকের বিভিন্ন শাখার ব্যাংক তারকারা।
গেল বছর আগস্টে 'ব্যাংকা তুফানের' প্রচারণার কাজ শুরু হয়েছিল। এই প্রচারণার লক্ষ্য ছিল, ব্যাংক কর্মীদের নিয়মিত চাকরির দায়িত্বের পাশাপাশি বীমা ব্যবসার জগৎ অন্বেষণ করতে অনুপ্রাণিত করা। ক্যাম্পেইনটি ইস্টার্ন ব্যাংকের অসংখ্য কর্মীকে তাদের নিয়মিত কাজের বাইরে নতুন নতুন সুযোগ অন্বেষণ করতে অনুপ্রাণিত করে।
অংশগ্রহণকারী এবং অংশীদাররা ব্যাংকা তুফানের সাফল্য এবং বাংলাদেশে ব্যাংক ইনসিউরেন্সের ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়গুলো আনন্দ, স্বীকৃতি এবং কৃতিত্বের সাথে উদ্যাপন করে। অনুষ্ঠানটি আর্থিক ও বীমা খাতের প্রতিভা অন্বেষণ, উদ্ভাবন এবং সহযোগিতা বৃদ্ধিতে উভয় সংস্থা যে প্রতিশ্রুতবদ্ধ সেটি প্রকাশ পায়।
Comments