ইতিবাচক ধারায় চলছে বাজার
পুঁজিবাজারে আজও ইতিবাচক গতিতে লেনদেন হয়েছে। সব কয়টি সূচক, বেশিরভাগ শেয়ারের দর ও লেনদেনে ছিল ইতিবাচক গতি। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে সূচক উর্ধ্বমুখী হয়। প্রথম ৪৫ মিনিটে সূচক প্রায় ৩০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সামান্য ওঠানামার মধ্যে দিয়ে লেনদেন চলতে থাকে। লেনদেন শেষে প্রধান সূচক প্রায় ২৩ পয়েন্ট ইতিবাচক থেকে লেনদেন শেষ হয়। আগেরদিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ২৭ কোটি টাকা। দর বেড়েছে ৫১ শতাংশ বা ২০৭টি কোম্পানির। দরপতন হয় ১২৯টির, অপরিবর্তিত ছিল ৬৫টির দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন বেড়ে হয়েছে ৬ লাখ ৭১ হাজার কোটি টাকা।
খাতভিত্তিক লেনদেনে প্রায় ৭৭ কোটি টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে ওষুধ ও রসায়ন খাত। এ খাতে ৬৭ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ব্যাংক খাতে লেনদেন হয় ৬১ কোটি টাকা। বস্ত্রখাতে ৬০ কোটি টাকা লেনদেন হয়। বস্ত্রখাতে ৬০ শতাংশ কোম্পানির দর বেড়েছে।
১২ কোটি ৩৭ লাখ টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে মিডল্যান্ড ব্যাংক। শেয়ারটির দর বেড়েছে ৭০ পয়সা। ওরিয়ন ইনফিউশনের ১২ কোটি ৩৩ লাখ টাকা লেনদেন হয়। অগ্নি সিস্টেমসের ১২ কোটি টাকা লেনদেন হয়। এরপরের অবস্থানগুলোতে ছিল বিচ হ্যাচারি, গ্রামীনফোন, কহিনূর, সেন্ট্রাল ফার্মা, ম্যারিকো, রূপালী লাইফ।
১০ শতাংশ দর বেড়ে গ্লোবাল ইসলামি ব্যাংক শীর্ষে উঠে আসে। এরপরের অবস্থানগুলোতে ছিল এনার্জি প্যাক, আলিফ ইন্ডাস্ট্রিজ, আরডি ফুড, বিডিথাই ফুড, জাহিন স্পিনিং। দরপতনে ছিল শিকদার ইন্স্যুরেন্স, জুট স্পিনিং, রেনউইক যজ্ঞেশ্বর, হামি ই্ডাস্ট্রিজ, শার্প ইন্ডাস্ট্রিজ।
সিএসইতে লেনদেন হওয়া ১৯৮ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৬৭টির, অপরিবর্তিত ছিল ১৬টির দর। লেনদেন হয় ৫ কোটি ১৮ লাখ টাকা। সিএসইতে সিএসসিএক্স সূচক ৮ দশমিক ৯৮ পয়েন্ট, সিএএসপিআই সূচক ৩৫ পয়েন্ট ইতিবাচক ছিল্।
১ কোটি টাকার বেশি লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে লোভেলো আইসক্রিম। এরপরের অবস্থানগুলোতে ছিল এসিআই, এশিয়াটিক ল্যাব, লাফার্জ হোলসিম বাংলাদেশ, এনআরবি ব্যাংক।
দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে গ্লোবাল ইসলামি ব্যাংক, এনার্জি পাওয়ার, জাহিন স্পিনিং, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আরডি ফুড। দরপতনে ছিল লোভেলো, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, প্রভাতি ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ফুড।
Comments