গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ১১ ফেব্রুয়ারি

বীমা খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি'র পরিচালনা পর্ষদের সভা আগামী ১১ ফেব্রুয়ারি বিকেল ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির বার্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ গ্রীন ডেল্টার শেয়ার সবশেষ লেনদেন হয় ৪৫ টাকা ২০ পয়সায়। দর কমেছে ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৭২ টাকা ৮০ পয়সা থেকে ৪১ টাকায় ওঠানামা করে।
৫০০ কোটি টাকা অনুমোদিত ও ১০০ কোটি ১৯ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানির রিজার্ভে আছে ৬৩২ কোটি ৯৮ লাখ টাকা। কোম্পানিটি সবশেষ ২০২৩ সালে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
১৯৮৯ সালে পুঁজিবাজারে আসা এ ক্যাটাগরির কোম্পানিটির মোট শেয়ারের ৩০ দশমিক ৫১ শতাংশ স্পন্সর পরিচালক, ২১ দশমিক ৩১ শতাংশ প্রাতিষ্ঠানিক, ৪ দশমিক ৬০ শতাংশ বিদেশি ও ৪৩ দশমিক ৫৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
Comments