ছয় কার্যদিবস পরে উভয় বাজারে সূচকের উত্থান

টানা ছয় কার্যদিবস পতনের পরে অবশেষে আজ রোববার সপ্তাহের প্রথমদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সূচকে সামান্য ইতিবাচক গতি দেখা গেছে। বেশিরভাগ শেয়ারের দর বাড়লেও লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কমেছে। আজ লেনদেনের শুরুতে সূচক প্রায় ২৫ পয়েন্ট বেড়ে যায়। তবে এ অবস্থানে বেশি সময় স্থায়ী হতে পারেনি সূচক। ১৫ মিনিটের মধ্যে বিক্রির চাপ বাড়লে সূচক নেমে যেতে থাকে। বেলা সাড়ে ১১টার পর থেকে প্রায় স্থিতিশীল অবস্থানে থেকে লেনদেন শেষ হয়। দিনশেষে ১৩ পয়েন্ট ইতিবাচক অবস্থানে ছিল ডিএসইএক্স সূচক। ডিএসইএস সূচক এক দশমিক ৫৬ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক সাড়ে চার পয়েন্ট ইতিবাচক থাকে। লেনদেন হয় ৩৫৬ কোটি ৪১ লাখ টাকা। লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৮৭টির বা ৪৭ শতাংশের দর বেড়েছে। কমেছে ১৫৫টির। অপরিবর্তিত ছিল ৫২টির দর।
প্রায় ৫৪ কোটি টাকা লেনদেন হয়ে বস্ত্রখাত লেনদেনের শীর্ষে উঠে আসে। এ খাতে ৫৮ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এরপরে লেনদেন হয় ব্যাংক খাতে। এ খাতে ৪১ শতাংশ কোম্পানি দর বেড়েছে। এরপরের অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন এবং প্রকৌশল খাত। সূচক ইতিবাচক রাখতে ভূমিকা ছিল গ্রামীণ ফোন ও প্রাইম, ডাচ বাংলা ও ইস্টার্ন ব্যাংকের দরবৃদ্ধি।
খাদ্য ও আনুষঙ্গিক খাতের বিচ হ্যাচারির সোয়া ১৫ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা। এরপরের অবস্থানে থাকা সিটি ব্যাংকের প্রায় ১১ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ২০ পয়সা। গ্রামীণ ফোনের ১০ কোটি ২৭ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা। এ তালিকার অন্য কোম্পানিগুলো হচ্ছে সেন্ট্রাল ফার্মা, ব্রাক ব্যাংক, আইটিসি, অগ্নি সিস্টেমস, এনআরবি ব্যাংক, খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং।
১০ শতাংশ বেড়ে গোল্ডেন সন দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এরপরে হাক্কানি পাল্প, ইফাদ অটোস, এনার্জি পাওয়ার,এমএল ডায়িং শীর্ষ দশের তালিকায় উঠে আসে। দরপতনে ছিল জিল বাংলা সুগার মিল, বসুন্ধরা পেপার মিল, পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং, ইউনিয়ন ব্যাংক।
চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট, সিএসপিআই সূচক ৫০ পয়েন্ট ইতিবাচক ছিল। লেনদেন হওয়া ২০৪ কোম্পানির মধ্যে ৯৭টির দর বেড়েছে, কমেছে ৭৩টির। লেনদেন হয় ৪ কোটি ১৫ লাখ টাকা।
এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড লেনদেনের শীর্ষে অবস্থান করে। এরপরের অবস্থানে ছিল কহিনুর ইন্ডাস্ট্রিজ, এনআরবি ব্যাংক, বীকন ফার্মা, রবি। ১০ শতাংশ বেড়ে তাল্লু স্পিনিং দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। গোল্ডেনসন, বিডি থাই ফুড, ডিবিএইচ. হামিদ ফেব্রিক্স দরবৃদ্ধির শীর্ষ তালিকায় অবস্থান করে। দরপতনে ছিল ইস্টার্ন ইন্স্যুরেন্স, ডেসকো, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বসুন্ধরা পেপার মিল, শাহজিবাজার পাওয়ার।
Comments