সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই লিমিটেড

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি কোম্পানি জানিয়েছে "এসিআই হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস লিমিটেড" শিরোনামে একটি নতুন সহযোগী কোম্পানি গঠনের সিদ্ধান্ত হয়েছে। গত ৩০ জানুয়ারি, ২০২৫ তারিখে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়। কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে, এসিআই কোম্পানি এই সহযোগী কোম্পানির ৮৫ শতাংশ শেয়ারের মালিকানা ধারণ করবে।
কোম্পানিটি ২০২৩ সাল থেকে লোকসানে পড়েছে। তবে চলতি হিসাব বছরে লোকসান কিছুটা কমে এসেছে। ২০২৪ সালের (অক্টোবর-ডিসেম্বর) মাসে ইপিএস লোকসানে ছিল ৩.১৭ টাকা, যা ২০২৩ সালের অক্টোবর-ডিসেম্বর মাসে লোকসান হয়েছিল ৫.৫১ টাকা। ২০২৪ সালের জুলাই-ডিসেম্বর ছয় মাসে একীভূত ইপিএস লোকসানে ছিল ৭.৯৯ টাকা, ২০২৩ সালের জুলাই-ডিসেম্বর মাসে লোকসান হয় ৭.৩০ টাকা। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ৬৮.৩৩ টাকা এবং ৩০ জুন, ২০২৪ তারিখে যা ছিল ৭৯ টাকা ২৮ পয়সা।
এসিআই কোম্পানি ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি ২০২৩ সালে ৪০ শতাংশ নগদ ও ২০২৪ সালে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।
Comments