এলপি গ্যাসে সাড়ে ৭ শতাংশ কর অব্যাহতি
উৎপাদন পর্যায়ে এলপি গ্যাসে সাড়ে সাত শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিশেষ আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, বর্তমানে এলপি গ্যাস বাসাবাড়িতে রান্নার জ্বালানি, অটোগ্যাস স্টেশনে যানবাহনের জ্বালানি এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। বর্তমানে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃক সরবরাহকৃত প্রাকৃতিক গ্যাস অপ্রতুল হওয়ার কারণে গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প কারখানায় এলপি গ্যাসের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
এলপি গ্যাসের উৎপাদন ও ব্যবহার সহজলভ্য করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, এলপি গ্যাস (শিরোনাম সংখ্যা ২৭.১১) এর উৎপাদন পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর হইতে অব্যাহতি প্রদান করিল।
এ আদেশ ৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।