সূচক সামান্য বাড়লেও লেনদেন ও শেয়ারদরে পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা পাঁচ কার্যদিবস পরে সূচক সামান্য বেড়েছে। তবে সূচক বাড়লেও লেনদেন ও শেয়ারদরে পতন হয়। আজ সকালে ইতিবাচক গতিতে লেনদেন শুরু হয়। শেয়ার কেনার চাপে সূচক উর্ধ্বমুখী গতিতেই থাকে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত সূচক বার বার উঠানামা করলেও কালকের তুলনায় ইতিবাচক অবস্থানে ছিল। তবে বেলা সাড়ে ১২টা থেকে বিক্রির চাপ বেড়ে গেলে সূচক নেমে যেতে থাকে। শেষপর্যন্ত ডিএসইএক্স সূচক ২ দশমিক ৫৫ পয়েন্ট, ডিএসইএস সূচক দশমিক ০৬ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক দশমিক ৯১ শতাংশ ইতিবাচক থাকে। লেনদেন হয় ৩১৮ কোটি টাকা। যা আগেরদিনের তুলনায় ২০ কোটি ৩৬ লাখ টাকা কম। লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৩টির বা ৩১ শতাংশের। কমেছে ১৮৪টির দর। অপরিবর্তিত ছিল ৯০টির দর।
৪৫ কোটি টাকা লেনদেন হয়ে বস্ত্রখাত শীর্ষে উঠে আসে। এ খাতে মাত্র ১৭ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ওষুধ ও রসায়ন খাতে ৪৩ কোটি টাকা এবং ব্যাংক খাতে প্রায় ৩৫ কোটি টাকা লেনদেন হয়। ব্যাংক খাতের বৃদ্ধির কারনে আজ বেশিরভাগ কোম্পানির দরপতন সত্ত্বেও সূচক ইতিবাচক থাকে। ব্যাংক খাতের ইউসিবি, আইএফআইসি, ইসলামি ব্যাংক, সাউথ বাংলা ব্যাংকের দরবৃদ্ধি সূচক ইতিবাচক করতে ভূমিকা রেখেছে।
লেনদেনের শীর্ষে থাকা ওরিয়ন ইনফিউশনের সাড়ে ১২ কোটি টাকা লেনদেন হলেও দরপতন হয় ৫০ পয়সা। এরপরে সোনারগাঁও টেক্সটাইলের ৮ কোটি ৭০ লাখ টাকা লেনদেন হয়। দরপতন হয় ৪ টাকা ৪০ পয়সা। ব্রাক ব্যাংকর ৭ কোটি টাকা লেনদেন হলেও দর অপরিবর্তিত ছিল্। এরপরের অবস্থানগুলোতে ছিল স্কয়ার ফার্মা, লোভেলো, এসপি সিরামিকস, হাক্কানি পাল্প, আইএফআইসি।
প্রায় ১০ শতাংশ বেড়ে হাক্কানি পাল্প দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে। বি ক্যাটাগরির দুর্বল এই কোম্পানির দরবৃদ্ধির কারণ জানা যায়নি। ইন্দোবাংলা ফার্মার দর বেড়েছে সাড়ে ৯ শতাংশ। এছাড়া এ তালিকায় উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার, এনার্জি পাওয়ার জেনারেশন, আনোয়ার গ্যালভানাইজিং, জাহিন স্পিনিং।
দরপতনে ছিল সোনারগাঁও টেক্সটাইল, আরএসআরএম স্টিল, নিউলাইন ক্লোথিং, আরামিট সিমেন্ট, জুট স্পিনিং।
অপর বাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। সিএসসিএক্স সূচক ১ দশমিক ১০ পয়েন্ট এবং সিএএসপিআই সূচক ৪ দশমিক ৩৭ পয়েন্ট ইতিবাচক ছিল্। লেনদেন হওয়া ২০৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৬টির, অপরিবর্তিত ছিল ৮৬টির দর। লেনদেন হয়নি ৩৬টি কোম্পানির। সিএসইতে লেনদেন হয় ৩ কোটি ৬১ লাখ টাকা। লেনদেনের শীর্ষে উঠে আসে দূর্বল হাক্কানি পাল্প। এরপরের অবস্থানগুলোতে ছিল ড্রাগন সোয়েটার, লোভেলো, রবি, ইনন্দোবাংলা ফার্মা।
৯ দশমিক ৮০ শতাংশ বেড়ে লিগ্যাসি ফুটওয়ার দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে। এছাড়া ইন্দোবাংলা ফার্মা, হাক্কানি পাল্প, ফেডারেল ইন্স্যুরেন্স, শার্প ইন্ডাস্ট্রিজ দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে।
প্রায় ১০ শতাংশ করে দর কমেছে ইস্টার্ন ইন্সুরেন্স, গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের। এছাড়া সিউলাইন ক্লোথিং, আরএসআরএম স্টিল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ দরপতনের তালিকায় উঠে আসে।
Comments