বরিশালে বিজয়ী ১৮ দলের কামাল

জুন ১৬, ২০১৩

kamal-sm20130615122218ঢাকা জার্নাল: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৮ দলীয় জোট প্রার্থী মো. আহসান হাবিব কামাল (প্রতীক আনারস) ৮৩ হাজার ৭৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মো. শওকত হোসেন হিরন (টেলিভিশন প্রতীক) ৬৬ হাজার ৭৪১ ভোট পেয়েছেন।

দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান হলো ১৭ হাজার ১০।
এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক খান মামুন (প্রতীক দোয়াত-কলম) পেয়েছেন এক হাজার ৮০৭ ভোট।

প্রসঙ্গত, বরিশাল সিটি করপোরেশনে (বসিক) ওয়ার্ডের সংখ্যা সংরক্ষিত ১০ এবং সাধারণ ৩০টি। মোট ভোটার সংখ্যা দুই লাখ ১১ হাজার দুইশ ৫৭ জন।

এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ সাত হাজার ৬২৫ জন ও নারী ভোটার এক লাখ তিন হাজার ছয়শ ৩২ জন।

সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ৪৫ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ১১৬ জন।

শনিবার (১৫ জুন-২০১৩) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ গ্রহণ করা হয়। এদিন নির্বাচনী এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, নির্বাচন কমিশন গত ২৯ এপ্রিল বরিশাল, রাজশাহী, খুলনা ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে।

তফসিল অনুযায়ী, মনোনয়পত্র দাখিলের শেষ সময়সীমা ছিল ১২ মে। এরপর ১৫ ও ১৬ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ২৬ মে।

এর আগে ২০০৮ সালের ৪ আগস্ট সর্বশেষ এ চার সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

ঢাকা জার্নাল, জুন ১৬, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.