সিলেটে বিজয়ী ১৮ দলীয় জোট প্রার্থী আরিফ

জুন ১৫, ২০১৩

ariful-smm20130615100429ঢাকা জার্নাল: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ১৮ দলীয় জোট প্রার্থী আরিফুল হক (টেলিভিশন প্রতীক) এক লাখ ছয় হাজার ৪৮৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত হওয়া গেছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৭২ হাজার ৪৭টি ভোট।

ফলাফল পাওয়ার পর আরিফুল হক চৌধুরী সিলেট নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুকরিয়া আদায় করেছেন।

শনিব‍ার রাত সাড়ে ৯টার দিকে জিন্দাবাজারের একটি বাসা থেকে সিলেটবাসীর প্রতি তিনি জানান।

ফলাফল তার পক্ষে আসার পর থেকেই উৎসুক জনতা তাকে নিয়ে মিছিল করার চেষ্টা করে। কিন্তু ফলাফল প্রকাশের পর কোনো ধরনের মিছিল সভা-সামবেশে করার বিধান না থাকার তিনি কোনো মিছিলে অংশ নেননি। তাকে নিরাপদ একটি বাসায় নিয়ে যাওয়া হয়ে।

আরিফুল হকের পক্ষে তার ঘনিষ্টজন ও সিলেট ল’ কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক চৌধুরী আরিফের উদ্ধ‍ৃতি দিয়ে জানান, তিনি এ মুহূর্তে জনসম্মুখে আসবেন না। তিনি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রক‍াশ করেছেন। যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন তা বাস্তবায়ন করবেন।

আরিফুল হক কাল (রোববার) থেকে কাজ শুরু করবেন বলেও আরিফের উদ্ধৃতি দিয়ে জানান তিনি।

অন্যদিকে, আরিফের বিজয়ী হওয়ার খবর ছড়িয়ে পড়লে শহরের বিভিন্ন জায়গা আনন্দ মিছিল করতে দেখা গেছে।

উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশনে (সিসিক) মোট ওয়ার্ডের সংখ্যা ৩৬টি (সংরক্ষিত ৯ এবং সাধারণ ২৭)। মোট ভোটার সংখ্যা দুই লাখ ৯১ হাজার ৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৭ হাজার ১৮১ জন এবং নারী ভোটার এক লাখ ৩৩ হাজার ৮৬৫ জন।

ঢাকা জার্নাল, জুন ১৫, ২০১।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.