রাজশাহী ৯৫ কেন্দ্রের ফল বুলবুল ৯১,৬৮৭, লিটন ৫৬,২৮৫

জুন ১৬, ২০১৩

bulbul-sm20130615113907ঢাকা জার্নাল: রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে (রাসিক) শনিবার বেসরকারিভাবে ঘোষিত মেয়র পদে ১৩৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৯৫টি কেন্দ্রের ফলাফল জানা গেছে।

এর মধ্যে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল (আনারস প্রতীক) ৯১ হাজার ছয়শ ৮৭ ভোট পেয়ে এগিয়ে আছেন।

অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খায়রুজ্জামান লিটন পেয়েছেন ৫৬ হাজার দুইশ ৮৫ ভোট (তালা প্রতীক)।

ফলে, ৩৫ হাজার চারশ দুই ভোট বেশি পেয়ে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল খায়রুজ্জামান লিটন থেকে এগিয়ে রইলেন।

এছাড়া একমাত্র মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ৯৫টি ভোটকেন্দ্রে মোট ভোট পেয়েছেন পাঁচশ ৪৬ ভোট।

রাত ১১টা ৫৫ মিনিটে নগরীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলকে সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র হিসেবে ব্যবহার করে রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৮টায় ১৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে ৮নং ওয়ার্ডের ৩টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়।

উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) মোট ওয়ার্ডের সংখ্যা সংরক্ষিত ১০ এবং সাধারণ ৩০। মোট ভোটার সংখ্যা দুই লাখ ৮৬ হাজার নয়শ ১৭ জন।

এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৩ হাজার ৩৯৫ জন এবং নারী ভোটার এক লাখ ৪৩ হাজার ৫২২ জন।

সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ৬৬ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ১৫৫ জন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন গত ২৯ এপ্রিল বরিশাল, রাজশাহী, খুলনা ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে।

তফসিল অনুযায়ী, মনোনয়পত্র দাখিলের শেষ সময়সীমা ছিল ১২ মে। এরপর ১৫ ও ১৬ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ২৬ মে।

এর আগে ২০০৮ সালের ৪ আগস্ট সর্বশেষ এ চার সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন উপলক্ষে চার সিটি কর্পোরেশন এলাকায় শনিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৩

ঢাকা জার্নাল, জুন ১৬, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.