ইরাকে বোমা হামলায় কমপক্ষে ৬০ জন নিহত

মে ১৯, ২০১৩

largeঢাকা জার্নাল: ইরাকে শুক্রবার পৃথক কয়েকটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬০ জন মানুষ নিহত হয়েছেন।

বাগদাদের সুন্নি মুসলিম অধ্যুষিত এলাকায় কয়েকদফা বোমা হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। শিয়া সম্প্রদায়ের উপর হামলার মাত্র দুইদিন পরে সুন্নিদের উপর এই হামলার ঘটনা ঘটল।

গত তিনদিনে দেশটিতে বোমা হামলায় মোট ১২০ জন মানুষ নিহত হয়েছে।

কর্মকর্তারা বলছেন, শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের ৫০ কিলোমিটার উত্তরপূর্বে বাকুবায় একটি সুন্নি মুসলিম মসজিদের বাইরে জুমার নামাজের পর দুই দফা বোমা বিস্ফোরণে অন্তত ৪৩ জন নিহত হয়েছে।

কিছুক্ষন পর যখন স্থানীয় মানুষেরা নিহত ও আহত মানুষদের সাহায্যে ব্যস্ত, সেখানে দ্বিতীয় আরেকটি বোমা বিস্ফোরিত হয়।

এই দুই ঘটনায় অন্তত ৫৬ জন মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে, বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।

অন্যদিকে, বাগদাদের কাছে মায়দান শহরের বিস্ফোরণটি হয় একটি শব শোভাযাত্রার ওপর। এতে আটজন মানুষ নিহত হয়েছে। আর আহত হয়েছে ২০ জনের ও বেশি মানুষ।

সন্ধ্যার আগে বাগদাদের কাছে সুন্নী অধ্যুষিত এলাকায় অপর এক বোমা বিস্ফোরণে ১৪ জন মানুষ নিহত হয়েছে।

সেখানে আবু আলী নামের এক প্রত্যক্ষদর্শী বলেন যে, বিস্ফোরনের প্রচন্ড শব্দ শুনে তিনি বাড়িতে ফিরে গিয়ে জানতে পারলেন যে তার বাচ্চারা এই হামলায় আহত হয়েছে আর তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, গত কয়েক মাসের মধ্যে শুক্রবারের ঘটনায় ইরাকে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটল। গত তিনদিনে দেশটিতে বোমা হামলায় ১২০ জন মানুষ নিহত হয়েছে।

আহত হয়েছে বহু মানুষ আর ক্ষতিগ্রস্থ হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও সম্পদ।

ইরাকজুড়ে শিয়া এলাকাগুলোতে প্রাণঘাতী হামলার দুইদিন পর এ হামলা হল। তবে, এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী শুক্রবারের হামলার দায় স্বীকার করেনি। একমাস আগে কিরকুকের কাছে একটি সুন্নি বিক্ষোভ শিবিরে তল্লাশি অভিযান শুরু করার পর থেকে বোমা হামলা বেড়েছে, বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

২০১১ সালের শেষ দিকে ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চলে যাওয়ার পর দেশটিতে সাম্প্রদায়িক সংঘাত মাথাচাড়া দিয়ে ওঠে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.