হেফাজতের সমাবেশ বৃত্তান্ত নিয়ে সরকারের প্রেসনোট

মে ১০, ২০১৩

hefajote-islampঢাকা জার্নাল: গত সপ্তাহে ঢাকায় মাদ্রাসা ভিত্তিক ইসলামী সংগঠন হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশি অভিযানের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার এক প্রেসনোট জারি করেছে।

সরকারের প্রেসনোটে হাজার হাজার মানুষ নিহত হবার গুজবকে “অসত্য, মনগড়া ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত” বলে বর্ণনা করা হয়।

প্রেসনোটে বলা হয়, নিরুপায় হয়ে সরকার ঐ অভিযান চালাতে বাধ্য হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রেসনোটে বলা হয় সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য থেকে দেশকে রক্ষায় একটি রাস্তা খোলা রেখে দুদিক থেকে যে যৌথ অভিযান চালানো হয় তাতে হেফাজতের কর্মিরা ১০-১৫ মিনিটের মধ্যেই মতিঝিল ছেড়ে গিয়েছিল।

এতে আরো বলা হয়, ঘটনার দিন হেফাজতের নেতা আহমদ শফী লালবাগ মাদ্রাসা থেকে সমাবেশস্থলে রওয়ানা হলেও বিএনপির নেতৃত্ব পর্যায় থেকে ফোন পেয়ে শাপলা চত্বরে না এসে ফিরে যান।

প্রেসনোটে আরও বলা হয়, সমাবেশস্থলে চার জনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় এবং ঐ দিন সংঘাতে ৩ পথচারী, একজন পুলিশ সহ ১১ জন নিহত হলেও হাজার হাজার মানুষ নিহত হয় বলে গুজব রটানো হয়।

পরের দিনের সহিংসতায় ১৩ জন নিহত হয় বলে জানানো হয় এতে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.